×

রাজনীতি

৩৫ শতাংশ আয় বেড়েছে আ.লীগের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৫:৪৯ পিএম

৩৫ শতাংশ আয় বেড়েছে আ.লীগের

ফাইল ছবি।

ক্ষমতাসীন আওয়ামী লীগ গত এক বছরে ২১ কোটি টাকা আয় করেছে। ওই অর্থের সঙ্গে আগের উদ্বৃত্ত মিলে দলটির তহবিলে ৫০ কোটি টাকার বেশি জমা রয়েছে।

বুধবার (২৯ জুলাই) দুপুরে আগারগাঁও নির্বাচন কমিশনে বার্ষিক আয়-ব্যয় ও লেনদেন প্রতিবেদন জমা দেয়ার সময় এ তথ্য তুলে ধরা হয়েছে। ইসির জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরের কাছে আয়-ব্যয়ের হিসাব জমা দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ ও দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে আগের পঞ্জিকা বছরের ‘অডিট রিপোর্ট’ জমা দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের দু’দিন আগে দলটি এ প্রতিবেদন জমা দিল।

দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক জানান, ২০১৯ সালের শেষে বাংলাদেশ আওয়ামী লীগের সর্ব মোট অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ কোটি ৩৭ লাখ ৪৩ হাজার ৫৯৩ টাকা। এর মধ্যে নগদ ৫ লাখ ১৩ হাজার ৭১৭ টাকা এবং ব্যাংকে ৫০ কোটি ৩২ লাখ ২৯ হাজার ৮৭৬ টাকা, যা ৪০ কোটি টাকার এফডিআর হিসাবে আছে। এই পঞ্জিকা বর্ষে আওয়ামী লীগের আয় শতকরা ৩৫ ভাগ বৃদ্ধি পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App