×

সারাদেশ

প্রায় ১৩ কোটি টাকা আত্মসাত, গ্রেপ্তার ব্যাংক ম্যানেজার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১১:২৮ এএম

প্রায় ১৩ কোটি টাকা আত্মসাত, গ্রেপ্তার ব্যাংক ম্যানেজার

সওগাত আরমান

ব্যাংকের ১২ কোটি ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যমুনা ব্যাংক বগুড়া শাখার সাবেক ম্যানেজার সওগাত আরমান (৪৫) কে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদুক) বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তারা।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা ৮টার দিকে তাকে বগুড়ার বড়গোলা এলাকায় যমুনা ব্যাংকের বড়গোলা শাখা থেকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি বগুড়া সদর থানা হেফাজতে আছেন বলে জানিয়েছেন সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর। গ্রেপ্তার ব্যাংক ম্যানেজার রংপুর জেলা সদরের কামাল কাসনা এলাকার মোহতাছিম বিল্লাহর ছেলে। তিনি ২০১৭ সালের ১১ অক্টোবর ওই ব্যাংকের বগুড়া শাখায় যোগ দেন বলে জানা গেছে।

দুর্নীতি দমন কমিশন বগুড়ার আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মো. মনিরুজ্জামান জানান, ব্যাংকের টাকা আত্মসাতের অভিযোগ পাবার পর প্রাথমিক অনুসন্ধানে অভিযোগের সত্যতা পাওয়ায় ব্যাংকের সাবেক ম্যানেজার (বর্তমানে ঢাকায় সংযুক্ত) সওগাত আরমানকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App