×

সাময়িকী

সিঁদুরের লাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০১:৩৩ পিএম

সিঁদুরের লাল
সিঁদুরের লাল
বর্ষার সিম্ফনি ভেঙে ভেঙে পড়ছে ঐ যে কুঁড়েঘরের ধূসর চালায়, ক’দিন আগেই কুমড়ো লতাটি উঠে গিয়ে চালার ছিদ্র পথটি আটকে দিয়েছিল তার সবুজ নবীনতায়, ফুল ফুটিয়েছিল বাসন্তী রঙের হাওয়ায় দু’চারখানা ফল তোমায় উপহার দেবে, দয়ার্দ্র চিত্তে ভেবেছিল এরকম আরো অনেক কথা; কুমড়োর সঙ্গে চিংড়ির ঝোল, এমন কি হালুয়া খেতে ভালোবাসে যে মেয়েটি, এই বর্ষায় দু’দিনের নায়োরী হয়ে আসবে সেও কালিগঙ্গার ঢেউয়ের নায়ে দুলে দুলে...... সবার অলক্ষে পাতার আড়ালে তাই বুঝি বাড়ছিল কুমড়োর বিচি আনন্দের গন্ধ-ধুপে আনন্দের গন্ধ-ধুপে অথচ এই বর্ষার করোনার জল মুছে দিলো তার সিঁদুরের লালটুকু?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App