×

স্বাস্থ্য

শিশু করোনা ইউনিটে চিকিৎসা সরঞ্জাম দিল গুড নেইবারস

Icon

nakib

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ১২:৫৭ পিএম

শিশু করোনা ইউনিটে চিকিৎসা সরঞ্জাম দিল গুড নেইবারস

চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম প্রদান

ঢাকা শিশু হাসপাতালের ‘শিশু করোনা ইউনিটে কোভিড-১৯ চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম উপহার দিয়েছে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা গুড নেইবারস, বাংলাদেশ। সংস্থাটির পক্ষ থেকে শিশুদের করোনা চিকিৎসায় সাধ্য অনুযায়ী সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। আজ বুধবার (২৯ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। শিশু করোনা ইউনিটে প্রদত্ত চিকিৎসা সরঞ্জামের মধ্যে রয়েছে- ১৪টি অক্সিজেন কনসান্ট্রেটর, একটি কোভিড-১৯ স্যাম্পল কালেকশন বুথ, ৪৭০ পিস কেএন-৯৫ মাস্ক, ৩০ জোড়া গাম বুট, ৩০ বক্স হ্যান্ড গ্লাভস্, ৮০ পিস হেক্সিসল (২৪০ মি.লি), ৫টি জীবানুনাশক ফ্লোরম্যাট ও দু’টি প্যাডেল হ্যান্ডওয়াশিং বুথ। গুড নেইর্বাস-এর এই উপহার ঢাকা শিশু হাসপাতাল কৃতজ্ঞতার সাথে মনে রাখবে বলে জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের পরিচালক প্রফেসর সৈয়দ শাফি আহমেদ মুয়াজ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা শিশু হাসপাতালের পক্ষে পরিচালক প্রফেসর সৈয়দ শাফি আহমেদ মুয়াজ ও গুড নেইর্বাস-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর এম মাইনুদ্দিন মাইনুল এ সংক্রান্ত সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের শিশু করোনা ইউনিটের প্রধান প্রফেসর সমীর কুমার সাহা, করোনা বিভাগের প্রধান প্রফেসর নওসাদ উদ্দিন আহম্মেদ, উপ-পরিচালক ডা. প্রবির কুমার সরকার প্রমূখ। উল্লেখ্য, গুড নেইর্বাস দীর্ঘদিন যাবত বাংলাদেশের আর্থ-সামাজিক উন্ন্য়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App