×

আন্তর্জাতিক

যে বস্তির অর্ধেকের বেশি মানুষ করোনার শিকার

Icon

nakib

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৪:০১ পিএম

যে বস্তির অর্ধেকের বেশি মানুষ করোনার শিকার

মুম্বাইয়ের দারাভি বস্তি

করোনা ভাইরাসের প্রকোপে সারা বিশ্বেই প্রতিনিয়ত সংক্রমণ বেড়েই চলেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে বেশি দ্রুত সংক্রমণ ঘটছে ভারতে। দেশটির অর্থনৈতিক রাজধানী খ্যাত মুম্বাই শহরের বস্তির অর্ধেকের বেশি বাসিন্দা করোনায় সংক্রমিত হয়েছে বলে নতুন একটি পরিসংখ্যান প্রকাশিত হয়েছে। বস্তির বাইরে মাত্র ১৬ শতাংশ মানুষ করোনাং আক্রান্ত হয়েছে। তবে বস্তির প্রায় ৫৭ শতাংশ মানুষ করোনায় সংক্রমিত হয়েছে। যেখানে পুরো রাজ্যে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ১০ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬ হাজার ১৮৭ জনের। রাজ্য কর্তৃপক্ষ ও টাটা ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে এ জরিপ চালানে হয়। রাজ্যটির তিনটি অংশে প্রায় ১৫ লাখ মানুষের বসবাস রয়েছে। জুলাই মাসে গণ পরীক্ষার পর এ জরিপ চালানো হয়েছিল। এর আগে দিল্লীর আরেকটি জরিপে দেখা গেছে সেখানে প্রতি চারজনের একজন করোনায় সংক্রমিত হচ্ছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App