×

রাজধানী

পথশিশুদের মাঝে ঢাকা আহ্ছানিয়া মিশনের ঈদ উপহার বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৭:৪৫ পিএম

পথশিশুদের মাঝে ঢাকা আহ্ছানিয়া মিশনের ঈদ উপহার বিতরণ

ঈদ উপহার বিতরণ করা হচ্ছে।

টার্কিশ কো-অপারেশন এন্ড কোঅর্ডিনেশন এজেন্সির সহযোগিতায় ঢাকা আহ্ছানিয়া মিশনের ড্রপ-ইন-সেন্টারের দুই শতাধিক সুবিধাবঞ্চিত পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ছেলে শিশুদের জন্য উপহার হিসেবে ছিল, একটি স্কুলব্যাগ, পাঞ্জাবী, প্যান্ট, এক জোড়া জুতা ও একটি মাস্ক। মেয়ে শিশুদের জন্য ছিলো একটি স্কুলব্যাগ, একটি ফ্রক, এক জোড়া জুতা ও একটি মাস্ক।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান, টার্কিশ কো-অপারেশন এন্ড কোঅর্ডিনেশন এজেন্সির সমন্বয়কারী ড. ইসমাইল গুনদোওদু, মোহাম্মদপুর ৩৩ নং ওয়ার্ডের কাউন্সেলর আসিফ আহমেদ, সিএমসি সভাপতি আবুল হোসেন, ডাম-এর শিক্ষা ও টিভেট সেক্টরের প্রধান মো. সাহিদুল ইসলাম, ডিআইসি প্রকল্পের সমন্বয়কারী শেখ মহব্বত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাম-এর সাধারণ সম্পাদক ড. এসএম খলিলুর রহমান। অনুষ্ঠান শেষে ডিআইসির শিশুরা একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক নৃত্য পরিবেশন করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App