×

সাময়িকী

জলের গজল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০২:৪০ পিএম

জলের গজল
আকার ইকার আমি ভুল করি শুধু ভুল করি যতবার ভুল করি ততবার সেই নাম ধরি। ধরতে ধরতে আমি ধরা পড়ি নিজের কাছেই, যতবার ধরা পড়ি ততবার সেই নাম ধরি। কি আছে অধরা বলো ধূলিহীন ধরার কুলায় যতই সধরা হই ততবার সেই নাম ধরি। বুকের গভীরে সুখ ধুকপুক শুধু জ্বলে যায় জ্বলে জ্বলে ছাই হয়ে ততবার সেই নাম ধরি। ব্রহ্মপুত্রের জল মিশে যায় বঙ্গদরিয়ায় জলে মেশে জলাঙ্গিনী ততবার সেই নাম ধরি। জলেরা গজল গায় জলভাসি গালিবী গলায় যতবার গান করি ততবার সেই নাম ধরি। আকার বা নিরাকার জলটিপ কালের কপোলে যতবার হাসি-কাঁদি ততবার সেই নাম ধরি। জল শুধু জলে মেশে, সেহেতু কি গজলে গজল যতবার ভুলে যাই, ততবার সেই নমি ধরি। তোমার স্মৃতির মাঝে উড়ে আসি বিস্মৃতি তিতির যতবার উড়ে যাই, ততবার সেই নাম ধরি। ধরণী হে দীর্ণ হও, আমি যাবো আমার পাতালে যতবার জীর্ণ হই, ততবার সেই নাম ধরি। তুমি তো তোমার নাম, যে নাম আমার যতই বদল করি নামধাম, ততবার সেই নাম ধরি।    

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App