×

অর্থনীতি

জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৮:০১ পিএম

জনতা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ভার্চুয়াল সভা।

অনুষ্ঠিত হলো জনতা ব্যাংক লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)। বুধবার (২৯ জুলাই) ভার্চুয়ালি অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যান ড. এস এম মাহফুজুর রহমান।

ব্যাংকের বোর্ড রুমে অনুষ্ঠিত সভায় ব্যাংকের পরিচালক অজিত কুমার পাল এফসিএ, কে এম শামছুল আলম, জিয়াউদ্দিন আহমেদ ও মোহাম্মদ হেলাল উদ্দিন, সিইও এ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর মো: আব্দুছ ছালাম আজাদ, পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো: হুমায়ুন কবির, ব্যাংকের সিএফও এ কে এম শরীয়ত উল্যাহ এফসিএ এসিসিএ এবং কোম্পানী সচিব হোসেন ইয়াহ্ইয়া চৌধুরী উপস্থিত ছিলেন। একই সময়ে অনলাইনের মাধ্যমে ব্যাংকের পরিচালক মেশকাত আহমেদ চৌধুরী ও মোহাম্মদ আসাদ উল্লাহ, সরকারের প্রতিনিধি হিসেবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব জাকিয়া সুলতানা এবং অডিট ফার্মের প্রতিনিধিরা সভায় ভার্চুয়ালি সংযুক্ত হন। সভায় ২০১৯ সালের নিরীক্ষিত আর্থিক বিবরনীর অনুমোদনসহ অন্যান্য এজেন্ডা অনুমোনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

প্রসঙ্গত, নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম মাহফুজুর রহমান গতকাল বুধবার থেকেই অফিস শুরু করেছেন। বুধবার ব্যাংকটির এজিএম- এ তিনি উপস্থিত ছিলেন।

ড. এস এম মাহফুজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেসের অধ্যাপক ছিলেন। এর আগে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) চেয়ারম্যান ছিলেন। তিনি বর্তমানে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির উপাচার্য।

ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবের সেক্রেটারি, এশিয়াটিক সোসাইটি’র সাধারণ সম্পাদক সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র-সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনসহ বিভিন্ন নির্বাচন পরিচালনায়ও তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App