×

সারাদেশ

কয়রায় করোনার মধ্যেও মুখর কামারপল্লী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০৭:০০ পিএম

কয়রায় করোনার মধ্যেও মুখর কামারপল্লী

ব্যস্ত কামার

দরজায় কড়া নাড়ছে আসন্ন পবিত্র ঈদুল আজহা। কয়েক দিন বাদেই কোরবানির ঈদ।  ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের অন্যতম ঈদুল আজহা। আর এই ঈদে মুসলমান সম্প্রদায় পশু  কোরবানি করে থাকে।

ঈদুল আজহাকে সামনে রেখে পশু জবাইয়ের বিভিন্ন ধরনের সরঞ্জাম তৈরিতে ব্যাস্ত সময় পার করছে খুলনার উপকূলীয় কয়রার কামার পল্লীর বাসিন্দারা। যেন দম ফেলার সময় নেই তাদের। কামার পল্লির নারী-পুরুষ সবাই মিলে কর্মে ব্যস্ত । তবে লোহা আর কয়লার দাম বাড়লেও বাড়েনি তৈরি মালের। তারপরও খুশির আমেজ বিরাজ করছে কামারদের মুখে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, কোরবানির হাতিয়ার দা, ছুরি চাপাটিসহ অনান্য লোহার সরঞ্জাম তৈরির ধুম পড়েছে কামার পাড়ায়। টুং টাং শব্দে মুখরিত এখানের কামাড় পাড়া। এবছর করোনা ভাইরাসের সংক্রমণের প্রভাবে থমকে ছিলো এ পল্লী। তবে কোরবানির  ঈদকে সামনে রেখে  উপজেলা সদর, আমাদি কামার পল্লী ও হায়াতখালি এলাকার শতাধিক দোকানে তৈরী হচ্ছে  পশু জবাইয়ের হাতিয়ার। কয়লার দগদগ আগুনে লোহা পুড়িয়ে পিটিয়ে তারা তৈরী করছেন, দা,ছুরি,বটি,চাপাটি,কুড়ালসহ অনান্য সরঞ্জাম। তাকে তাকে সাজিয়ে রেখেছেন এসব তৈরিকৃত সরঞ্জাম।

আমাদি কামার পল্লীর রফিকুল গাজী বলেন, বাপ-দাদার পেশা পর্যায় ক্রমে আমি টিকিয়ে রাখতে প্রায় ৪০ বছর এ পেশায় আছি।   তবে এবছর করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন যাবৎ ব্যবসা বন্ধ ছিল। তাই  কোরবানির ঈদকে সামনে রেখে আমরা প্রস্তুত করেছি দা, ছুরি, চাপাতি নানান সরঞ্জাম তবে ঈদের এখনো কয়েকদিন বাকি আছে  এবার বেচা কেনা ভাল হবে বলে আশা করছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App