×

সাময়িকী

করোনার প্যাঁচালি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০১:১৭ পিএম

করোনার প্যাঁচালি
শোনেন ভাইরে ভাই বলি আজ নতুন এক কথা যে কথাটা যাচ্ছে শোনা দেশের যথা-তথা; শুধু দেশে কেন? শুধু দেশে কেন বিশ্বে হেন জায়গা তো আজ নাই যেখান থেকে একই কথা নাহি শুনতে পাই; যার নাম করোনা মণি নাম করোনা মণি আসুন শুনি তাহার বিবরণ আদ্যোপান্ত বলবো তাহার শোনেন পান্থজন শোনেন তাহার কথা...... চীনের উহান থেকে আইলো বিশ্বে করোনা ভাইরাস ইটালি-ফ্রান্স-লন্ডন গেলো সুদূর সাইপ্রাস! বড় ভয়ঙ্কর সে বড় ভয়ঙ্কর সে পৃথিবীতে ছড়ালো কী ভীতি তাহার ভয়ে উবে গেলো প্রণয়-পিরিতি, এখন দেখুন ভেবে এখন দেখুন ভেবে উদ্বিগ্ন সবে শহর-বন্দর-হাটে করোনারও ভয়ে সবাই দরজা জানলা আঁটে কত আলোচনা কত আলোচনা গবেষণা সেমি-কার্ফু হইল জারি বণিকেরা ফায়দা লুটে ব্রাত্যের আহাজারি যেমন কুড়মুড় ভাজা যেমন কুড়মুড় ভাজা খাইতে মজা জিভে আসে পানি অধিক প্রচারে বাড়ে মানুষের হয়রানি দেশে রুগী যতো দেশে রুগী যতো বিশেষজ্ঞ তারও বেশি হায় সুযোগ পাইয়া সুরে-ছন্দে চিকিৎসা শোনায় হায় রে তাত্ত্বিকেরা হায় রে তাত্ত্বিকেরা তার ছিঁড়া বলে সারাক্ষণ ঘরে-বাইরে চলছে কথা বদ-সমীরণ মনে সন্দেহ হয় মনে সন্দেহ হয় জাগ্রত ভয় চীনা কারিগরি বিশ্বটারে মুঠোয় নিতে দেখায় বাহাদুরি হয়তো ষড়যন্ত্র হয়তো ষড়যন্ত্র তন্ত্রমন্ত্র শুধু এ ছলনা ক্ষমতার শীর্ষে যেতে চলে কল্পনা-জল্পনা ভাবি মনে মনে ভাবি মনে মনে সংগোপনে আসল কী কারণ গোপন কারণ উদ্ঘাটনে করি আমন্ত্রণ যায় সে আমেরিকা যায় সে আমেরিকা ইরান-ইরাক মক্কার শহরে জার্মানি-মিলানে যায় ভারতের ঘরে ঘরে চলে নজরদারি চলে নজরদারি কানে ধরি উঠবস-লাঠিপেটা চলে সেলফি তুলে ভাইরাল হইলে নাচিছে বেক্কলে আছে যত খবর আছে যত খবর জবর জবর পশ্চিমাগর দেশে রাজপুত্তুর-মন্ত্রীবউ রুগী অবশেষে কিন্তু আজব কথা কিন্তু আজব কথা যেখান থেকে গজবের শুরু একটু ভাবলেই বোঝা যাবে তারাই নাটের গুরু সেই উহান শহর উহান সাপ-ব্যাঙের বাজার বাপ হইল তার মহাদুষ্ট চীন নিরাপদে রইলো কেমনে সাংহাই আর বেজিং সাংহাই রাজধানী শ’র সাংহাই রাজধানী শ’র বেজিং-এ সব নেতার আবাস পাশের নগর হইলেও সেথা নাই করোনা সন্ত্রাস কথা আজগুবি নয়? কথা আজগুবি নয়, কী মনে হয় বিশ্ব কুপোকাৎ যখন বেইজিং-সাংহাইয়ে কেন হয় না করোনার দংশন আমরা দরিদ্রজন আমরা দরিদ্রজন দিন আনি খাই হাতে কর্ম নাই গৃহবন্দি হয়ে কেমনে এ জীবন বাঁচাই সেটা ভাবছো কি কেউ সেটা ভাবছো কি কেউ তুলছো যে ঢেউ কথামালার ভিড়ে প্রচ্ছন্ন দরিদ্রজন কেমনে যাবো তীরে ভাবছি নিজের কথা ভাবছি নিজের কথা মাথাব্যথা আমায় নিয়ে কার বন্দি দিনে কেমনে কাটে গরিবের সংসার কথা সাঙ্গ করি কথা সাঙ্গ করি অনুনয় করি সত্যি কী তা ভাবি বিশ্ব ধান্ধায় পড়ে আমরা কত খাবো খাবি! কত খাবো খাবি?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App