×

শিক্ষা

এবার ছাত্রদের নতুন ৩ হলের নির্মাণকাজ শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ জুলাই ২০২০, ০১:০৯ পিএম

এবার ছাত্রদের নতুন ৩ হলের নির্মাণকাজ শুরু

ছবি: প্রতিনিধি

আবাসিক বিশ্ববিদ্যালয়ের পরিপূর্ণতা দিতে মেঘা প্রকল্প হাতে নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। গত বছর শুরু হওয়া প্রকল্পের আওতায় এবার যোগ হয়েছে ছাত্রদের জন্য ৩টি আবাসিক হল। থমকে থাকা ছাত্র হলের জন্য নতুন স্থান নির্ধারণ করে দ্রুত গতিতে এগিয়ে চলছে নির্মাণকাজ। এর আগে বছরের শুরুর দিকে ছাত্রীদের জন্য ৩টি হলের কাজ শুরু হয় যা চলমান রয়েছে।

একটি মডেল আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপ দিতে সরকারের সহায়তায় ‘অধিকতর উন্নয়ন প্রকল্প’ হাতে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রায় ১৫০০ কোটি টাকার প্রকল্পে শিক্ষার্থীদের জন্য ৬টি আবাসিক হল, একাডেমিক ভবন, প্রভোস্ট কোয়ার্টার, শিক্ষক-কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন, প্রশাসনিক ভবনসহ ২৩টি নতুন ভবন নির্মিত হবে। ২১ সালের মধ্যেই সম্পন্ন হবে আবাসিক হলের নির্মাণকাজ। জানা গেছে, হলগুলোতে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা। যার মধ্যে রয়েছে- প্রতিটি রুমে সার্বক্ষণিক ইন্টারনেট, তিনকক্ষ বিশিষ্ট টিভি রুম, জাকসু প্রতিনিধিদের জন্য এসি কক্ষ, কার পার্কিং, জিমনেসিয়াম, লিফটসহ পুরো ভবনে ফেয়ার ফেস। প্রকল্পের পুরো কাজ সম্পন্ন হলে সত্যিই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটি মডেল বিশ্ববিদ্যালয়ে পরিণত হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App