×

আন্তর্জাতিক

যুক্তরাজ্যের কোয়ারেন্টিন নীতিমালা অন্যায্য: স্পেন

Icon

nakib

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৩:২৪ পিএম

যুক্তরাজ্যের কোয়ারেন্টিন নীতিমালা অন্যায্য: স্পেন

পর্যটকদের ভীড় যুক্তরাজ্যে

স্পেন থেকে যে কোন মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করলে তাকে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশটির এমন সিদ্ধান্তকে অন্যায্য অখ্যায়িত করে স্পেন যুক্তরাজ্য থেকে নিরাপদ বলে দাবি করেছেন। তাছাড়া এ সিদ্ধান্ত পুর্নবিবেচনার আহ্বান জানিয়েছেন তিনি।

তবে সিদ্ধান্তে কোন পরিবর্তন আসবে না বলে আভাস দিয়েছে বরিস জনসনের মুখপাত্র। তাছাড়া জরুরি প্রয়োজন ছাড়া স্পেন ভ্রমণে সতর্ক করেছে পররাষ্ট্র দফতর। তবে কিছু পর্যটন প্রতিষ্ঠান যুক্তরাজ্য সরকারকে সিদ্ধান্ত বদলের তদবির করছেন বলেও জানা গেছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের বিভিন্ন রাজ্যে নতুন করে ৭ জনের মৃত্যুর পর নতুন এ নির্দেশনা জারি করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত ৪৫ হাজার ৭৫৯ জনের মৃত্যু হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App