×

সারাদেশ

মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৮:৫৯ পিএম

মৌলভীবাজারে সিএনজি শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষ, নিহত ১
মৌলভীবাজারের সদর উপজেলার ইমামবাজারে সিএনজি অটোরিক্সা স্ট্যন্ডের নিয়ন্ত্রণ নিয়ে শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১০জন। মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগীর হোসেন জানান, মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর দেড়টায় মৌলভীবাজার সদর থানার গিয়াস নগর ইউনিয়রের ইমামবাজার সিএনজি অটো স্ট্যান্ডের নিয়ন্ত্রন নিয়ে সিএনজি শ্রমিক কমরু গ্রুপ ও রিপন গ্রুপের মধ্যে দন্দ্ব বাঁধে। এক পর্যায়ে দু’পক্ষ দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এসময় প্রতিপক্ষের হামলায় ফজলু মিয়া নামে এক পরিবহণ শ্রমিকসহ দুপক্ষের ৬জন আহত হন। আহত ফজলু মিয়াকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ফজলু মিয়া সদর উপজেলার আনিকেলি বড় গ্রামের কনর মিয়ার ছেলে। লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে রাখা হয়েছে। আহত ব্যক্তিরা হলেন মো: সাইফুর রহমান (৩৫),ফারুক মিয়া (৫৩), জেসমিন (২৬),নজরুল (৩৫)ছনর আলী (৪০),আমিনুল ইসলাম (২৮),শামিম মিয়া (৩৮), শওকত আহমদ (৪০), আল আমীন (২৬), নাজমা বেগম (৩৩), মো: মতিন (২০) ও তাজুল ইসলাম (৪৫)। নিহত ফজলু মিয়ার ভাই কছরু মিয়া জানান, সিএনজি স্টান্ডের চাঁদা আদায় নিয়ে কমরু মিয়ার গ্রুপের হামলায় তার ভাই ফজলু নিহত হয়। এ ঘটনায় তারা মৌলভীবাজার মডেল থানায় মামলা করবেন। মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) পরিমল দেব জানান, সিএনজি স্ট্যান্ডের দখলদারিত্ব নিয়ে সংঘর্ষের ঘটনায় ফজলু নিহত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের একজন হলেন গিয়াসনগর ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সদস্য ছালেক মিয়া ও সিএনজি চালক ইলিয়াছ মিয়া।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App