×

সারাদেশ

পাপলকিং জাতের বেগুন চাষে লাভবান কৃষক শিপন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১২:৫০ পিএম

পাপলকিং জাতের বেগুন চাষে লাভবান কৃষক শিপন

ছবি: প্রতিনিধি

হাইব্রিড পাপলকিং জাতের বেগুন চাষ করে অভাবনীয় সাফল্য পেয়েছেন শ্রীমঙ্গলের ডেংগার বন গ্রামের কৃষক শিপন মিয়া। এ সাফল্যে তিনি বেশ খুশি। কৃষক শিপন মিয়া জানান, গত ছয় মাসে বেগুন বিক্রি করেছেন ৮০ হাজার টাকার। উৎপাদন খরচ হয়েছে 8 হাজার টাকা। পাপলকিং জাতের বেগুনের চাহিদাও বেশি বাজারে।

এ বিষয়ে লাল তীর সীড লিমিটেড এর ডিভিশনাল ম্যানেজার তাপস চক্রবর্তী জানান, এ জাতটি অতি উত্তম গ্রীষ্মকালীন বেগুনের জাত। বর্তমানে সারা বছরই চাষ হচ্ছে। হাইব্রিড বেগুন পাপলকিং ২৫ থেকে ৩০ সেন্টিমিটার লম্বা হয়ে থাকে, প্রতি গাছে ৬০ থেকে ৭০ টি ফল ধরে। এ জাতের বেগুনের গাছ তাপ বৃষ্টি ও লবণাক্ততা সহনশীল। জাতটির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকা এবং ব্যাকটেরিয়া প্রতিরোধী বহুল পরিচিত জনপ্রিয় জাত। এই জাতটি চকচকে বেগুনি রংয়ের হয়, খেতে অত্যন্ত সুস্বাদু। ফল বীজ বপনের ৬০ থেকে ৭০ দিনের ভিতরে ফসল সংগ্রহ করা যায়।

এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি জানান, জাতটির সত্যিই চমৎকার ফলন ও আকর্ষণীয়। এর ফলন কৃষকের জন্য আশীর্বাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App