×

সারাদেশ

পদ্মায় ভেসে গেলো শিমুলিয়ার পন্টুন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৭:২১ পিএম

পদ্মায় ভেসে গেলো শিমুলিয়ার পন্টুন

বিচ্ছিন্ন পন্টুন

বন্যার পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ায় চারটি ফেরিঘাট বন্ধ। মুন্সিগঞ্জের শিমুলিয়ায় পদ্মার স্রোতে ভেসে গেছে তিন নম্বর ঘাটের পন্টুন। এছাড়া পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ায় চারটি ফেরিঘাট বন্ধ রয়েছে।

শিমুলিয়া ঘাটের বিআইডাব্লিউটিসি'র ব্যবস্থাপক জানান, দুপুরে পদ্মার তীব্র স্রোত ও ভাঙনের কবলে পড়ে শিমুলিয়ার তিন নম্বর ফেরিঘাট। এ সময় পন্টুনটি ঘাট থেকে বিচ্ছিন্ন হয়ে ভেসে যায় পদ্মায়। এছাড়া ঘাটের সংযোগ সড়ক, দোকান, মসজিদ তলিয়ে গেছে পানিতে। বর্তমানে রো রো ফেরি চলাচল বন্ধ। বাকি দুটি ঘাট সচল রয়েছে। ঘাট এলাকায় ১৫০টি গাড়ি পারের অপেক্ষায়।

এদিকে, পানি বাড়ায় রাজবাড়ীর দৌলতদিয়ার চারটি ফেরিঘাট বন্ধ। বিআইডব্লিউটিসি জানায়, সকাল থেকে ১৫টি ফেরি সচল ছিল। তবে তীব্র স্রোতে ব্যাহত হয় ফেরি চলাচল। পরে চারটি ঘাট বন্ধ হলেও অন্য ঘাট দিয়ে অগ্রাধিকারভিত্তিতে বাস ও কোরবানির পশুবাহী ট্রাক পারাপার হচ্ছে। অন্যদিকে মানিকগঞ্জের পাটুরিয়ায় তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। সকাল থেকে শতশত যানবাহন ফেরিপারাপারের অপেক্ষায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App