×

খেলা

চূড়ান্ত বৈঠকে বসছে আইপিএল গভর্নিং কাউন্সিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৫:৪১ পিএম

আর্থিক সমস্যা, ক্রিকেটারদের নিরাপত্তা, চিকিৎসা ব্যবস্থা। করোনা আবহে বিদেশের মাটিতে আইপিএল আয়োজনের সমস্যা বহু। আবার হাতে সময়ও বেশি নেই। এই পরিস্থিতিতে যত দ্রুত সম্ভব সব প্ল্যান-পরিকল্পনা করে ফেলতে হবে। তাই সময় নষ্ট না করে চলতি সপ্তাহের শেষের দিকেই ভার্চুয়াল বৈঠকে বসছে আইপিএল গভর্নিং কাউন্সিল। ওই বৈঠকেই আইপিএলের ত্রয়োদশ সংস্করণের রূপরেখা চূড়ান্ত হবে।

সবার প্রথম প্রশ্ন হল, এত ক্রিকেটারের নিরাপত্তা। এই পরিস্থিতিতে তাঁদের হোটেলের ব্যবস্থা, হোটেল থেকে কড়া নিরাপত্তায় স্টেডিয়ামে যাওয়া। আবার এসবই করতে হবে করোনার সুরক্ষাবিধি মেনে। এসবের পরে আসে আর্থিক দিক। কারণ, করোনার মারে অনেক স্পনসরই আইপিএল থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই পরিস্থিতিতে বোর্ড এবং ফ্র্যাঞ্চাইজি দুই শিবিরের জন্যই অর্থের সংস্থান একটা বড় প্রশ্ন।

জানা গেছে, বোর্ড চাইছে আগের মতোই ক্রিকেটারদের থাকার ব্যবস্থা, পরিবহণের ব্যবস্থা এবং চিকিৎসার দায়িত্ব ফ্র্যাঞ্চাইজিগুলিই নিক। বিসিসিআই শুধু আমিরশাহীর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে কম খরচে সবটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করবে।

চিকিৎসার জন্য বোর্ডের একটি কেন্দ্রীয় দল থাকবে। তবে ক্রিকেটারদের করোনা পরীক্ষা এবং তাঁদের নিরাপদ রাখার দায়িত্ব সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিরই। বিসিসিআইয়ের চিকিৎসকরা প্রত্যেক দলের সঙ্গে যোগাযোগ রেখে চলবে। আর ক্রিকেটারদের করোনা থেকে দূরে রাখতে ‘ভার্চুয়াল বাবল’ তৈরির পরিকল্পনা আগেই করা হয়েছে। আন্তর্জাতিক ম্যাচের সময় যে ভাবে টিমগুলোকে যেমন ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের ঘেরাটোপে রেখে দেওয়া হয়, এখানেও অনেকটা তেমনই হবে। ক্রিকেটাররা মাঠে যাওয়া ছাড়া হোটেল ছেড়ে বেরোতে পারবেন না। ২ আগস্টের বৈঠকেই এই প্রস্তাবগুলিতে ছাড়পত্র দেবে আইপিএল গভর্নিং কাউন্সিল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App