×

খেলা

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি চিকিৎসক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ১০:৫৩ এএম

ক্রিকেটারদের ফিটনেস নিয়ে সন্তুষ্ট বিসিবি চিকিৎসক

বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী

দীর্ঘদিন পর অনুশীলনে ফেরায় ছিলো ইনজুরির হাতছানি। শুরুর দিকে দম ধরে রাখাসহ সমস্যা হয়েছে ক্রিকেটারদের খাপ খাইয়ে নিতেও। তবে শেষ পর্যন্ত সব বাধা উৎরে গেছেন তারা। এটাকে অন্য ক্রিকেটারদের জন্য ইতিবাচক দিক বলছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, 'লম্বা সময় পর ক্রিকেটাররা অনুশীলনে ফিরলেও কিছুটা সমস্যা হয়েছে। তবে তা কাটিয়ে নিতে পারবে তারা। ধারাবাহিকতা থাকলে কোন সমস্যা হবার কথা নয়। ফিটনেস ধরে রাখতে এটি ইতিবাচক ভূমিকা রাখবে।'

দেশে করোনা পরিস্থিতি অপরিবর্তিত থাকলেও ২২ গজে প্রাণ ফেরাতে বসে নেই বিসিবি। হাতে নিচ্ছেন নানা পরিকল্পনা। ঈদের পরে অনুশীলনে ফেরানো হতে পারে পুরো দলকে। এমনকি পরিকল্পনা আছে বোর্ডে অন্য ইউনিট নিয়েও।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি অন্যদেরও অনুশীলনে ফেরাতে। শুধু জাতীয় দল নয়, জুনিয়র দলগুলোকেও এর আওতায় আনতে হবে। প্রথমধাপে দেশের ৪ ভেন্যুতে ঐচ্ছিক অনুশীলন করেছেন ১৪ ক্রিকেটার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App