×

সারাদেশ

উলিপুরে ‘বিজয়কাব্যে’র মোড়ক উন্মোচন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০৬:১৭ পিএম

উলিপুরে ‘বিজয়কাব্যে’র মোড়ক উন্মোচন

মোড়ক উন্মোচন

উলিপুর উপজেলার মুক্তিযোদ্ধাদের রণাঙ্গনের স্মৃতিচারণ মূলক বক্তব্য সম্বলিত ‘বিজয়কাব্য’ নামের বইয়ের আনুষ্ঠানিকভাবে মোড়ক উন্মোচন করা হয়েছে।  মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় উলিপুর উপজেলা পরিষদ অডিটরিয়াম হলে ‘বিজয়কাব্যে’র মোড়ক উন্মোচন করেন  মুক্তিযুদ্ধ কালীন  ১১ নং সেক্টরের বীর মুক্তিযোদ্ধা ও চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম।

মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি'র আসন অলংকৃত করেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এমএ মতিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু ।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির (স্টিব) এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন চিলমারী উপজেলা নির্বাহী অফিসার এ ডাব্লিউ এম রায়হান শাহ্, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা সুভাষ সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার এমডি ফয়জার রহমান, গোলাম মোস্তফা, রবিউস সামাদ প্রমুখ। সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির এর সম্পাদনায় প্রকাশিত এ কাব্যে উলিপুর উপজেলার বিভিন্ন গ্রামের ৩৬০ জন মুক্তিযোদ্ধার রনাঙ্গনের যুদ্ধে স্মৃতিচারণ মুলক বক্তব্য স্থান পায়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন অঞ্চলের শতাধিক মুক্তিযোদ্ধাসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক  সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App