×

জাতীয়

ঈদ ও তার পরের দিন ট্রেন চলাচল বন্ধ!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ জুলাই ২০২০, ০১:২২ পিএম

কুরবানির ঈদ প্রিয়জনের সাথে করতে শহর ছেড়ে গ্রামে এবং গ্রাম ছেড়ে শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন সাধারণ মানুষ। এরই মধ্যে ট্রেন চলাচলে নতুন সিদ্ধান্ত জানিয়েছে রেল কর্তৃপক্ষ। যদিও এবার ঈদে বিশেষ কোনও ট্রেন চলবে না যা আগেই জানিয়ে দেয়া হয়েছে। প্রাণঘাতী করোনার প্রাদুর্ভাবের কারণে মূলত নতুন এই সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে।

সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের এক বার্তায় বলা হয়েছে, এবার ঈদে কোনো বিশেষ ট্রেন চলবে না। ঈদের দিন ও ঈদের পরের দিন (১ ও ২ আগস্ট) সব আন্তঃনগর ট্রেন চলাচল বন্ধ থাকবে।

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলে বর্তমানে যেসব ট্রেন চলাচল করছে তা অব্যাহত থাকবে। ঈদের আগে ও পরে সব ট্রেনের অফ-ডে বলবৎ থাকবে। এদিকে ৩১ জুলাই আন্তঃনগর কালনী এক্সপ্রেস, আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেস, আন্তঃনগর বনলতা এক্সপ্রেস এবং আন্তঃনগর লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ-ডে থাকা সত্ত্বেও চলাচল করবে। ওই দিন আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস চলবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App