×

সারাদেশ

যাত্রী সেজে ছিনতাই, অতঃপর গণধোলাই, আটক ৩ কিশোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০১:০১ পিএম

যাত্রী সেজে ছিনতাই, অতঃপর গণধোলাই, আটক ৩ কিশোর

ছবি: প্রতিনিধি

সাতকানিয়ার মসলা ব্যবসায়ী আবদুর রহিম শশুরবাড়ী দোহাজারীতে গিয়ে ছিলেন। রাতে ফেরার পথে উপজেলার সদর গোল্ডেন পার্ক থেকে গাড়িতে উঠেন চন্দনাইশ সাত ঘাটিয়া পুকুর পাড় যাওয়ার উদ্দেশ্যে। সিএনজি অটোরিক্সাতে ছিলো ৪ জন কিশোর। চন্দনাইশ উপজেলার মৌলভীবাজার আসলে ছিনতাইয়ের ঘটনা ঘটে। আহত অবস্থায় সিএনজির পেছনে দৌঁড়াতে থাকেন আর চিৎকার করতে থাকেন ব্যবসায়ী রহিম, এগিয়ে আসেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান আনোয়ারা থানা পুলিশ। গিয়ে আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে নিয়ে আসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। বিষয়টি নিশ্চিত করেন থানার সহকারী পুলিশ পরির্দশক আবুল ফারেজ জুয়েল।

ঘটনাটি ঘটেছে রবিবার (২৬ জুলাই) রাতে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন বাদামতল এলাকায়। এ ঘটনায় কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের শাহমীরপুরের শামসুল আলমের ছেলে আব্দুল মোনাফ জনি (২৪), শিকলবাহার সোলাইমানের ছেলে মোহাম্মদ সোহেল (৩০) ও বৈরাগ ইউনিয়নের উত্তর গুয়াপঞ্চক গ্রামের মোহাম্মদ ইউসুফের ছেলে মোহাম্মদ মোরশেদকে (১৮) গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতারা।

ডা. মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, থানা পুলিশ আহত অবস্থায় ৩ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে আনলে তাদের প্রাথমিকভাবে চিকিৎসা প্রদান করা হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বলেন, যাত্রী সেজে এ কিশোর গ্যাং ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। স্থানীয়া আটকে গণধোলাই দিয়েছে তাদের। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া জন্য নিয়ে যায়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App