×

জাতীয়

বেঁচে থাকার নতুন আশা পাবেন রোগীরা: আইজিপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ০৭:৩৬ পিএম

বেঁচে থাকার নতুন আশা পাবেন রোগীরা: আইজিপি

আইজিপি

আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ক্যান্সার রোগীদের চিকিৎসায় প্রশংসনীয় ভূমিকা রাখছে। কোভিড-১৯ আক্রান্ত ক্যান্সার রোগীদের চিকিৎসায় আলাদা ইউনিট স্থাপনের উদ্যোগ দেশের ক্যান্সার আক্রান্ত রোগীদের চিকিৎসায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ অবদান রাখবে। বেঁচে থাকার নতুন আশা পাবেন রোগীরা।

আহছানিয়া মিশন ক্যানসার এন্ড জেনারেল হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ক্যান্সার রোগীদের ওয়ার্ড উদ্বোধনের সময় পুলিশ মহারিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ এসব কথা বলেন। প্রধান অতিথি হিসেবে গতকাল সোমবার বিকেলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওয়ার্ড উদ্বোধন করা হয়। আইজিপি বলেন, বর্তমান করোনাকালে একক বাহিনী হিসেবে বাংলাদেশ পুলিশের প্রায় ১৪ হাজার ফ্রন্টলাইনার আক্রান্ত হয়েছেন। ৬৩ জন পুলিশ সদস্য জীবন উৎসর্গ করেছেন।

তিনি আরো বলেন, করোনা চিকিৎসা প্রটোকল ও ব্যবস্থাপনায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালকে সেরা হিসেবে উল্লেখ করেছেন চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল ও সরকার গঠিত বিশেষজ্ঞ টিম। প্রয়োজনে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সঙ্গে আহছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল যৌথভাবে কাজ করতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App