×

বিনোদন

ঈদের আনন্দ আয়োজন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ জুলাই ২০২০, ১০:২৩ এএম

ঈদের আনন্দ আয়োজন

‘শিয়াল বাড়ি’ নাটকের দৃশ্যে মৌসুমী হামিদ ও রাশেদ সীমান্ত

ঈদুল আজহা উপলক্ষে বৈশাখী টেলিভিশনের ৭ দিনব্যাপী ঈদ আনন্দ আয়োজনে থাকছে ১৫টি নতুন নাটক, ১৪টি সিনেমাসহ নানা অনুষ্ঠান। নাটকগুলোর মধ্যে ৯টি একক এবং ৬টি বিশেষ ধারাবাহিক। ঈদের বিশেষ একক নাটকগলো প্রচার হবে প্রতিদিন রাত ৮টা ১০ মিনিটে। নাটকগুলো হলো-টিপু আলম মিলনের গল্পে ‘বেবী লাভ’, আল হাজেন পরিচালিত ‘ছোট ভাই’। অভিনয়ে, শহীদুজ্জামান সেলিম, তানিয়া বৃষ্টি, রাশেদ সীমান্ত, জয়রাজ, মুনিরা মিঠু প্রমুখ। আদিবাসী মিজানের পরিচালনায় ‘ব্রিটিশ বুদ্ধি’। সিদ্দিকুর রহমানের পরিচালনায় ‘ইনহাউজ প্রোডাকশন’। আনিসুর রহমান মিলনের রচনা ও পরিচালনায় ‘গালিবের গপ্পো’। টিপু আলম মিলনের গল্পে মুজিবুল হক খোকনের পরিচালনায় ‘ডার্লিং পয়েন্ট’। হারুন রুশোর রচনা ও পরিচালনায় ‘ওল্ড বাইক’।

ঈদের ৭ পর্বের ৭টি বিশেষ ধারাবাহিক নাটক হলো টিপু আলম মিলনের গল্পে, আকাশ রঞ্জনের পরিচালনায় ‘ধান্দা বাবা’, টিপু আলম মিলনের গল্পে, আল হাজেনের পরিচালনায় ‘জামাই বাজার-২’, আহমেদ রোহান রুবেল ও হানিফ খানের পরিচালনায় ‘বুড়া জামাই’, আল হাজেনের পরিচালনায় ‘শিয়াল বাড়ি’। ফরিদুল হাসানের পরিচালনায় সুন্দরী ‘বাঈদানী’ এবং এস এম শাহীনের পরিচালনায় ‘আয়নামতির সংসার’। এসব নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় সব তারকা। প্রতিদিন দুপুর ২টা ২০ মিনিট এবং রাত ১২টায় ঈদের ৭ দিন প্রচার হবে ১৪টি বাংলা সিনেমা। এছাড়াও থাকছে জনপ্রিয় শিল্পীদের নিয়ে বৈশাখীর সকালের গান, গানে গানে ঈদ আনন্দ, প্রিয় শিল্পীর সেরা গান, চলচ্চিত্রের গান নিয়ে শুধু সিনেমার গান, নাটকের গান, বিশেষ সংগীতানুষ্ঠান ঈদ ধামাকা, নাটকের হাস্য রসের দৃশ্য নিয়ে ফানি মোমেন্ট, বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান দ্বারা দিয়া কর্তৃক-২ ও সব চরিত্র কাল্পনিক-২সহ নানা আয়োজন।

ঈদ অনুষ্ঠান নিয়ে বলতে গিয়ে বৈশাখী টিভির উপব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলন বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা এবং দেশীয় সংস্কৃতির কথা চিন্তা করে প্রতি ঈদেই বৈশাখী টেলিভিশন তার জনপ্রিয়তা ধরে রাখতে অনুষ্ঠান সাজিয়ে থাকে। এবারো তার ব্যত্যয় হবে না সে কথা নির্দ্বিধায় বলতে পারি। তবে করোনা ভাইরাসের মহামারিতে আমাদের সীমাবদ্ধতার কথাও ভাবতে হবে। ইচ্ছে থাকা সত্তে¡ও অনেক কিছু করতে পারিনি। এরপরও আমাদের মূল লক্ষ্য দর্শকদের বিনোদন দেয়া। এ ব্যাপারে আমরা যথেষ্ট চেষ্টা করেছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App