×

স্বাস্থ্য

২৪ ঘণ্টাই সাড়া দেবে ‘সাড়া’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৭:৪৪ পিএম

২৪ ঘণ্টাই সাড়া দেবে ‘সাড়া’

বিনামূল্যে টেলিমেডিসিন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম।

করোনাকালে এবং তারপরও সবার জন্য বিনামূল্যে টেলিমেডিসিন চিকিৎসা ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে ‘সাড়া’। এটি পরিচালনা করছেন চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্ল্যাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটি’ এবং বুয়েটিয়ানদের চ্যারিটি সংগঠন ‘অঙ্কুর ইন্টারন্যাশনাল’। ‘সাড়া’ এর হটলাইন নাম্বার ০৯৬১২৩০০৯০০-এ ফোন করে ২৪ ঘন্টাই বিনামূল্যে পাওয়া যাবে এই চিকিৎসা ও স্বাস্থ্যসেবা। রবিবার (২৬ জুলাই) রাতে এ উপলক্ষে ভার্চুয়াল সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।

করোনা ভাইরাসের ক্রান্তিকালে ভার্চুয়াল স্বাস্থ্যসেবা বা টেলিমেডিসিনের চাহিদা বেড়েছে বিশ্বব্যাপী। ঝুঁকি এড়াতে ঘরে বসেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ থাকায় বিশ্বব্যাপী দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে টেলিমেডিসিন চিকিৎসা।

বাংলাদেশেও সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি এবার ‘সাড়া’ এলো সবার জন্য বিনামূল্যে এই চিকিৎসাসেবা নিশ্চিত করতে। ‘সাড়া’ প্রকল্পে সহযোগিতা দিচ্ছে বুয়েট অ্যালামনাই অ্যাসোসিয়েশন, স্বেচ্ছাসেবী সংগঠন সংযোগ; এবং গোটা কার্যক্রমের কারিগরি সহযোগিতা দিচ্ছে বিনির্মাণ টেকনোলজিস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App