×

জাতীয়

সদস্য ১০ জন, হাজির ৩, তবুও বৈঠকে সিদ্ধান্ত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৩:৩১ পিএম

একাদশ জাতীয় সংসদের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতিসহ সদস্য সংখ্যা ১০ জন হলেও মাত্র ২ জনকে নিয়ে বৈঠক করলেন কমিটির সভাপতি মেহের আফরোজ চুমকি। এমনকি বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরাও অনুপস্থিত ছিলেন। রবিবার (২৬ জুলাই) দুপুরে জাতীয় সংসদে কমিটির ১২তম বৈঠকে মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাত্র ২ জন সদস্য- মো: আব্দুল আজিজ এবং বেগম শবনম জাহান। অন্য ৭ জন সদস্য- প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা, লুৎফুন নেসা খান, সৈয়দা রাশিদা বেগম, মোজাম্মেল হোসেন, শাজাহান মিয়া, এ এম নাইমুর রহমান দুর্জয় এবং সালমা ইসলাম বৈঠকে অংশগ্রহণ করেননি। মাত্র ২জনকে নিয়ে চুমকির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বেশ কিছু সুপারিশ করা হয়েছে। যার মধ্যে অন্যতম- মন্ত্রণালয়/ বিভাগের কর্মকর্তা কর্মচারী যারা ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন তাদের খোঁজখবর নেয়ার জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন দপ্তর বা অফিস সমুহে কাজ কর্ম সম্পাদনের জন্য অন্তত পক্ষে ২৫ শতাংশ কর্মকর্তা ও কর্মচারীর হাজিরা নিশ্চিত করার সুপারিশ করা হয়। সেই সাথে অফিস পরিবহনসহ অফিস কম্পাউন্ড নিয়মিত জীবানুনাশক দিয়ে জীবানুমুক্তকরন, বয়স্ক, অসুস্থ এবং গর্ভবতী নারীদের অফিসে আসতে নিরুৎসাহিত করা, অফিসে ও পরিবহনে শারিরীক দুরত্ব বজায় রাখা ও অফিসে বাধ্যতামূলক মাস্ক পরার নিশ্চিত করার সুপারিশ করেছে কমিটি। রবিবার সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য জানা গেছে। বৈঠকে করোনা ভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে উদ্ভুত নারী ও শিশুর বিভিন্ন সমস্যা মোকাবেলায় মন্ত্রণালয়ের গ্রহণ করা পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। এসময় জানানো হয় যে, উদ্ভুত পরিস্থিতিতে মন্ত্রণালয় থেকে “নির্যাতিত, দু:স্থ মহিলা ও শিশু কল্যাণ তহবিল” থেকে বিভিন্ন উপজেলায় ১ হাজার ৩৫৯ জন মহিলা ও শিশুকে ৫৫ লাখ ৬৬ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে। করোনাকালে কর্মহীন মহিলাদের জন্য প্রয়োজনীয় সহযোগিতার পন্থা উদ্ভাবন, চলমান প্রকল্পগুলো যাতে বন্ধ না হয় সেদিকে খেয়াল রেখে ভার্সুয়াল প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে উপস্থিতি নিশ্চিতকরন, করোনা ভাইরাসে সহায়তা, বাল্যবিবাহ ও নারী নির্যাতনরোধে সহায়তার জন্য স্বাস্থ্য বাতায়ন ১৬২৬৩ নম্বর এর সাথে ১০৯ কে লিঙ্ক করে টোল ফ্রি হেল্পলাইন তৈরী করে পত্রিকায় প্রচারের ব্যবস্থা করা হয়েছে। হেল্পলাইনে এপ্রিল হতে জুন ২০২০ পর্যন্ত করোনা ভাইরাস সম্পর্কিত ১৭০৯৯২ টি কল গ্রহণ করা হয়েছে এবং ন্যাশনাল ট্রমা কাউন্সেলিং সেন্টার এবং রিজিওনাল ট্রমা কাউন্সেলিং সেন্টারের চিকিৎসা মনোবিজ্ঞানীগণ প্রতিদিনি সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত টেলিকাউন্সেলিং করছেন। এছাড়া ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইন কর্মকর্তাগণ করোনা ভাইরাস পরিস্থিতিতে নির্যাতনের শিকার নারী ও শিশুদের টেলি লিগেল সেবা প্রদান অব্যাহত রেখেছেন। বৈঠকে চলমান প্রকল্পগুলো চালু রাখা, নারী উদ্যোক্তা সৃষ্টি অব্যাহত রাখা, প্রশিক্ষণগুলো প্রয়োগিক করা, বাল্য বিবাহ রোধ, পথ শিশুদের সহযোগিতা বৃদ্ধিকরা, অপ্রত্যাশিত গর্ভধারণরোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ, বর্তমাণ প্রেক্ষাপটে নারী ও শিশুদের মনো সমাজিক সমস্যা দূরীকরণে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং ডিজিটাল প্রযুক্তির সর্ব্বোচ্চ প্রয়োগের মাধ্যমে শতভাগ কাজ নিশ্চিত করতে মন্ত্রণালয়কে পদক্ষেপ প্রহণের সুপারিশ করা হয়। বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী রওনক আক্তার, মন্ত্রণালয় ও বিভাগ এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App