×

স্বাস্থ্য

রোগী বাড়ায় ঢামেকের আন্ডারগ্রাউন্ড সংস্কার

Icon

nakib

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০৪:০৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের সংখ্যা বাড়লে তাদের ভর্তি রেখে চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালটির জরুরী বিভাগের আন্ডারগ্রাউন্ডটি প্রস্তুত করা হয়েছে। এতে করে আরো বড় সংখ্যাক রোগীদের চিকিৎসা দেওয়া সম্ভব হবে বলে জানান, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন। রবিবার (২৬জুলাই) দুপুরে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন তার অফিস কক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন। পরিচালক বলেন, আমাদের এই হাসপাতালটি দেশের সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী চিকিৎসা সেবা প্রতিষ্ঠান। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে অসহায় দরিদ্র রােগী এই হাসপাতালে চিকিৎসার জন্য আসেন। এখানে ২৪ ঘন্টা রােগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ইতিমধ্যে বার্ন ও প্লাস্টিক সার্জারী বিভাগ ও ডিএমসিএইচ-২ করোনা রোগীদের চিকিৎসা চলছে। পরিচালক বলেন, বাংলাদেশ সহ বিশ্বব্যাপি কোভিড-১৯ পরিস্থিতিতে বৃহত্তর প্রস্ত্ৰতি হিসাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইমার্জেন্সী বিভাগের বেইজমেন্টে স্থাপিত Chemical, Biological, Radiotion and Neuclear (CBRN) ও Mass casualty management Center টিতেও কোভিড-১৯ এর রােগী চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে। দেশে করোনা পরিস্থিতি সহ কেমিক্যাল, বায়ােলজিক্যাল, রেডিয়েশন এবং নিউক্লিয়ার দুর্ঘটনায় আহত রােগীদের চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নবনির্মিত Chemical, Biological ,Radiotion & Neuclear ( CBRN) Incident Casualty Centre এবং বহু সংখ্যক রােগীদের একই স্থানে চিকিৎসা প্রদানের জন্য Mass Casualty Mangement Centre রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ দেশ। এখানে Industrial এলাকায় যে কোন সময় ক্যামিকেল, বায়ােলজিক্যাল, রেডিয়েশন এবং নিউক্লিয়ার দুর্ঘটনায় আক্রান্ত রােগীদের একসাথে ১০০-১৫০ জন রােগীদের সকল সুযােগ সুবিধাপুর্ন চিকিৎসা কেন্দ্র হিসাবে উক্ত সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। যা ক্যামিকেল ও রেডিয়েশন জনিত দুর্ঘটনায় আগত রোগীদের চিকিৎসার সেবার ক্ষেত্রে অনন্য ও গুরুত্বপুর্ন ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে CBRN Centre টিতে একই সাথে প্রতি ৩-৫ মিনিটে ৫২ জন রােগীদের Decontamination করা সম্ভব। তাছাড়া Mass Casualty Mangement Centre টিতে একই সাথে ৫০-৭০ জন রোগীদের জরুরী চিকিৎসা প্রদান সম্ভব। দেশের সার্বিক করোনা পরিস্থিতির অবনতি হলে এই সেন্টারটি একই সাথে বহু সংখ্যক রােগীদের জরুরী জীবন রক্ষাকারী চিকিৎসা কেন্দ্র হিসাবে বলিষ্ট ভূমিকা রাখবে। পরিচালক বলেন, নন কোভিড-১৯ মেডিসিন রােগীদের জন্য বিশেষ ওয়ার্ড ঈদের আগে চালু করা হচ্ছে। এতে করে নন কোভিড মেডিসিনের রােগীরা প্রয়ােজনীয় জরুরী সেবা পাবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালটি দেশের চিকিৎসা সেবার ক্ষেত্রে সকলের জন্য একটি বৃহৎ জনহিতকর প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের উত্তরােত্তর উন্নতির জন্য প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী এবং চিকিৎসক ও নার্সগনের রয়েছে। সর্ব মহল সহ আপনাদের আন্তরিক সহযোগিতা পেলে হাসপাতালের রােগী সেবায় আরাে উন্নয়ন ঘটানাে সম্ভব হবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। হাসপাতাল সংশ্লিষ্টদের নিয়ে ভ্রান্ত সমালোচনা করলে তাদের কাজের আগ্রহ কমে যাবে। পরিচালক একেএম নাসির উদ্দিন বলেন, করোনা কমে গেছে অথবা হাসপাতালে চিকিৎসা কম হচ্ছে। সেই জন্য রোগীরা হাসপাতালে আসছে না, এমনটা নয়। যারা বাসায় থেকে সুস্থ হচ্ছে শুধু তারা আসছে না। সমালোচনা না করে, যারা কাজ করছে তাদের উৎসাহিত করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App