×

সারাদেশ

দিরাইয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ০২:৫৬ পিএম

দিরাইয়ে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে

ছবি: প্রতিনিধি

টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জের দিরাই উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভায় তৃতীয় দফা বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কমতে শুরু করেছে কালনী নদী ও হাওরের পানি। এছাড়া পানি কমেছে পৌর শহরের বিভিন্ন এলাকার। তবে এখনো পানিবন্দী রয়েছেন উপজেলার লাখো মানুষ। বেশ কিছু সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় এখনো দুর্ভোগে নিম্নাঞ্চলের মানুষ। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে এবং গবাদিপশু নিয়ে চরম বিপাকে পড়েছেন খামারিরা। পানিবন্দী অনেক এলাকায় সরকারি ত্রাণ না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন পানিবন্দী অনেকেই। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সফি উল্লাহ বলেন, বন্যা কবলিত এলাকায় আমাদের ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App