×

খেলা

দাঙ্গা-হাঙ্গামায় ফরাসি কাপ জিতল পিএসজি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ জুলাই ২০২০, ১০:৩৮ এএম

দাঙ্গা-হাঙ্গামায় ফরাসি কাপ জিতল পিএসজি

ছবি: ইন্টারনেট

দীর্ঘ ৪ মাস পর ফরাসি কাপের ফাইনালের মাধ্যমে গতকাল ফের ফ্রান্সে ফেরে পেশাদার ফুটবল। এদিন দর্শকদের উপস্থিতিতে সেঁত এতিয়েনের বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে নেইমারের করা একমাত্র গোলে শিরোপা জেতে পিএসজি। তবে ৫ হাজার দর্শক ও ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েলের উপস্থিতির মধ্যেও মাঠে দাঙ্গা-হাঙ্গামায় জড়িয়েছিল দুই দলের খেলোয়াড়রা। ম্যাচের ৩১ মিনিটের সময় সেঁত এতিয়েনের অধিনায়ক লুইস পেরিন কাইলান এমবাপ্পেকে ফাউল করেন। আর এতে মারাত্মক আঘাত পান এমবাপ্পে। তাকে আহত করার ব্যপারটি নিয়েই দ্বন্ধে জড়িয়ে পরেন দুই দলের খেলোয়াড়রা। পিএসজি শেষ পর্যন্ত শিরোপা জিতলেও তাদের শিরোপা উদযাপনটা হয়ে যায় ফ্যাকাসে। কারণ এমবাপ্পে ম্যাচটিতে এমনভাবে আহত হন যে তাকে লাঠির ওপর ভর করে হাঁটতে হয়। আহত হয়ে মাঠ ছাড়ার আগেই এমবাপ্পে বুঝতে পারেন যে তিনি মারাত্মকভাবে জখম হয়েছেন। ফলে তিনি মাঠেই কেঁদে দেন। তাকে স্ট্রেচারে করে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয়। আর এমবাপ্পেকে ইচ্ছে করে ফাউল করায় সেঁত এতিয়েনের অধিনায়ককে সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন রেফারি। যদিও দলের অন্যদের চাঙ্গা রাখতে লাঠিতে ভর করেই দলের অন্যদের সঙ্গে শিরোপা জয়ের আনন্দ ভাগাভাগি করতে আসেন এমবাপ্পে। তবে তিনি দলের অন্যদের যতোই চাঙ্গা রাখতে চান না কেন তিনি আহত হওয়ার মাধ্যমে যে দলের বড় ক্ষতি হয়ে গেছে তা বুঝতে বাকি নেই কারো। আগামী ১ আগস্ট ফ্রেঞ্চ লিগ কাপের ফাইনালে লিঁওর বিপক্ষে খেলতে নামবে পিএসজি। এই শিরোপা জিতলে ঘরোয়া ফুটবলে হ্যাটট্রিক শিরোপা পূর্ণ হবে তাদের। তাছাড়া আগস্ট থেকেই ফের চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে নামবে তারা। এখন পিএসজিকে লিগ কাপের ফাইনাল ও চ্যাম্পিয়ন্স লিগের বাকি ম্যাচগুলো এমবাপ্পেকে ছাড়াই খেলতে হবে। অপরদিকে ইতালিয়ান সিরি আয় জুভেন্টাসের শিরোপা জয় সহজ করে দিয়েছে এসি মিলান। গত বৃহস্পতিবার উদানিসের বিপক্ষে ২-১ গোলে হেরে যায় জুভেন্টাস। এরফলে সিরি আয় তাদের টানা নবম শিরোপা জয়ের অপেক্ষাটা বেড়ে যায়। ম্যাচের একদম শেষ মূহুর্তে গিয়ে একটি গোল হজম করে তারা। ফলে ম্যাচ শেষে বেশ আক্ষেপে পুড়ছিল ওল্ড লেডিরা। এমনকি এই হারের মাধ্যমে শিরোপা হাতছাড়া করার একটি শঙ্কাতেও পড়েছিল তারা। তবে সেই শঙ্কা কেটে গেছে গতকাল এসি মিলান ও আটলান্টার ম্যাচের পর। এদিন দ্বিতীয় স্থানে থাকা আটলান্টাকে ১-১ গোলে রুখে দেয় টেবিলের ছয় নম্বরে থাকা এসি মিলান। এই ড্রয়ের কারণে আটলান্টার শিরোপা জয়ের আশা শেষ হয়ে যায়। আর শিরোপা জয়ের রাস্তা প্রশস্ত হয়ে যায় রোনালদোদের জন্য। আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪৫ মিনিটে সাম্পদোরিয়ার বিপক্ষে খেলতে নামবে রোনালদোরা। এই ম্যাচটিতে জয় পেলেই রেকর্ড টানা ৯ শিরোপা নিশ্চিত হয়ে যাবে তাদের। গতকালের ম্যাচটিতে আগে এগিয়ে যায় এসি মিলান। তারা ম্যাচের ১৪ মিনিটে তার্কিস স্ট্রাইকার হাকান কালহানগুলোর অসাধারণ ফ্রি কিক গোলে এগিয়ে যায়। তবে কিছুক্ষণ বাদেই ফাউল থেকে পাওয়া পেনাল্টি শটে সমতায় ফেরার সুযোগ পায় আটলান্টা। কিন্তু সেই মোক্ষম সুযোগ নষ্ট করে ফেলেন রুসলান মালিনোভস্কি। তবে ম্যাচের ৩৪ মিনিটে দলীয় প্রচেষ্টায় ঠিকই সমতায় ফেরে তারা। ৩৪ মিনিটে আটলান্টার হয়ে গোলটি করেন দুভান জাপাতা। সমতায় ফেরার পর প্রথমার্ধের বাকি সময় ও দ্বিতীয়ার্ধের শুরুর দিকে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি আটলান্টা। অপরদিকে দ্বিতীয়ার্ধের শেষ দিকে সুযোগ তৈরি করে এসি মিলান। কিন্তু তারাও গোল করতে পারেনি। ম্যাচের শেষ দিকে এসি মিলান একটি পেনাল্টির আবেদন করেছিল। কিন্তু রেফারি তাতে সাড়া দেয়নি। আর এর ফলে ১-১ ড্রতেই শেষ হয় ম্যাচ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App