×

আন্তর্জাতিক

রাজনীতিরই কোয়ারেন্টাইনে চলে যাওয়া উচিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ০৯:২৭ এএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধানকে ‘চীনের কাছে বিকিয়ে যাওয়া’ বলে কটাক্ষ করায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন সংস্থাটির প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়েসুস। তিনি বলেন, মহামারি নিয়ে রাজনীতি করাটাই এখন সবচেয়ে বড় হুমকি। রাজনীতিরই এখন উচিত কোয়ারেন্টাইনে চলে যাওয়া। পম্পেওর সাম্প্রতিক যুক্তরাজ্য সফরকালে গেব্রিয়েসুসকে নিয়ে পম্পেওর মন্তব্য করার খবর গত বুধবার ব্রিটিশ গণমাধ্যমে প্রকাশ হওয়ার পরদিন গেব্রিয়েসুস এই প্রতিক্রিয়া জানান। জেনেভায় গত বৃহস্পতিবার পম্পেওর মন্তব্য নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে গেব্রিয়েসুস বলেন, তার মন্তব্য সঠিক নয়। তা মেনেও নেয়া যায় না। তার কথা ভিত্তিহীন। খবর রয়টার্স। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের এই পুরো সংস্থা একটি দিকেই মনোনিবেশ করেছে, আর তা হচ্ছে মানুষের জীবন বাঁচানো। ওই সমস্ত মন্তব্যে ডব্লিউএইচও তার কাজে মনোযোগ হারাবে না। আন্তর্জাতিক স্বপ্রদায় মনোযোগ হারাক, তাও আমরা চাই না। করোনা ভাইরাসের এই চলমান সংকটে ‘মহামারির রাজনীতিকরণই’ সবচেয়ে বড় হুমকি বলেও সতর্ক করেন গেব্রিয়েসুস। কোভিড-১৯ কোনো সীমানা, আদর্শ কিংবা রাজনৈতিক দল মানে না। তাই রাজনীতিকে এখন কোয়ারেন্টাইনে রাখা উচিত। মাকিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এর আগে করোনা ভাইরাস সংকট সামাল দেয়া নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে নানা কটাক্ষ করেছেন। ডব্লিএউচওকে তিনি ‘চীনঘেঁষা’ এবং ‘চীনের পুতুল’ বলেও অভিহিত করেন। এবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও ব্যক্তিগতভাবে এই সংস্থার প্রধানকেই আক্রমণ করে ‘তিনি চীনের কাছে বিকিয়ে গেছেন’ বলে মন্তব্য করে বসেন। যুক্তরাজ্যে গত মঙ্গলবার এক রুদ্ধদ্বার বৈঠকে পম্পেও এ মন্তব্য করেন। এদিকে সমালোচকরা বলছেন, ট্রাম্প প্রশাসন আসলে করোনা ভাইরাস পরিস্থিতি সামাল দেয়ার ক্ষেত্রে তাদের ব্যর্থতা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে ফেরাতে এসব কাজ করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App