×

সারাদেশ

টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২০, ১০:৩২ এএম

টেকনাফে বিজিবির সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

উদ্ধারকৃত ইয়াবা ও অস্ত্র

কক্সবাজারের টেকনাফে বিজিবি’র সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) দিনগত ভোর রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মোচনী এলাকা সংলগ্ন নাফ নদীর তীরে এলাকায় এ ঘটনা ঘটে। এসময় বিজিবির ৩ সদস্য আহত হয়েছে বলে জানিয়েছে বিজিবি। ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় তৈরী অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। বিজিবির দাবী, নিহতরা মাদক কারবারী। নিহতরা হলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা শিবিরের ব্লক-এইচ/৩৯ এর বাসিন্দা মো: ফেরদৌস (৩০) ও ব্লক-এইচ/২০ এর বাসিন্দা মো: আবদুস সালাম (৩৫)। টেকনাফের ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল ফয়সল হাসান খান জানান, মধ্যরাতে ছুরিখাল এলাকা দিয়ে ইয়াবার একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচারের খবর পেয়ে বিজিবি’র একটি টহল দল নাফ নদীর তীরে অবস্থান নেয়। এক পর্যায়ে ২/৩ জন ব্যক্তিকে নাফ নদী সাঁতরে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে পাচারকারীরা নদী তীরবর্তী কেওড়া জঙ্গলের আঁড় ব্যবহার করে নিরাপদে অবস্থান নেয় এবং বিজিবি সদস্যদের উপর অতর্কিত গুলি বর্ষণ শুরু করে। এতে বিজিবির ৩ সদস্য আহত হয়। এসময় বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে ৪-৫ মিনিটি ধরে গুলিবিনিময় চলে। পরে ঘটনাস্থল থেকে দুই রোহিঙ্গাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। ঘটনাস্থল তল্লাশী করে ২ লাখ ১০ হাজার পিস ইয়াবা, একটি দেশে তৈরী অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়েছে। আহত বিজিবি সদস্যদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App