×

সারাদেশ

মেঘনায় ঝাকি জাল মারতে গিয়ে জেলে নিখোঁজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৩:২৪ পিএম

মেঘনায় ঝাকি জাল মারতে গিয়ে জেলে নিখোঁজ

ছবি: প্রতিনিধি

ভোলার চরফ্যাশনের মেঘনা নদীতে ঝাকি জালে মাছ শিকার করতে গিয়ে এক জেলে নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে বেতুয়া স্লুইজগেট এলাকায় মেঘনার তীরে মাটির চাকা ভেঙে নদীতে পড়ে গিয়ে ডুবে যান ওই জেলে। নিখোঁজ জেলের নাম মো. জসিম উদ্দিন ব্যাপারী (৪০)। সে আসলামপুর আয়শাবাগ গ্রামের বাসিন্দা মো. মহসিন ব্যাপারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সকালে মেঘনার তীরে জাল দিয়ে মাছ ধরার জন্য জাল মারেন জসিম ব্যাপারী। এ সময় নদী কিনারার নরম মাটির চাইন (চাকা) ভেঙে নদীতে পড়ে গিয়ে ডুবে যান তিনি। তবে জালের দড়িটি তার হাতে বাধাঁ ছিলো বলেও জেলেরা জানান। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন স্থানীয় ফায়ার সার্ভিস টিম। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান ফায়ার সাভির্স স্টেশন কর্মকর্তা মো. ইমরান হোসেন।

এ বিষয়ে চরফ্যাশন সদর থানার ওসি (তদন্ত) মো. মুরাদ হোসেন বলেন, নদীতে জাল মারতে গিয়ে জসিম নামের এক জেলে নিখোঁজের খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি টিমকে খবর পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App