×

জাতীয়

মৃতদেহ নিয়ে ঢামেক কর্মচারীদের সংঘর্ষ, আহত ১০

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৮:২৩ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের কর্মচারীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের সময় ১০ জনের মতো আহত হয়েছেন। তারা সবাই হাসপাতালের জরুরী বিভাগে চিকিৎসা নিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর থেকে বিকেল পর্যন্ত কয়েদ দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত কয়েকজনের নাম জানা গেছে। তারা হলেন, পথচারী মো. মোস্তফা (২৮), জুনায়েদ পাভেল (২৫), বুলি(২২), আয়েশা মনসুর বিউটি (৩৫), মো. মনসুর (৪৫), আলআমিন (২০) ও আকাশসহ (২৫)। প্রত্যক্ষদর্শী ও নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের একাধিক কর্মাচারী জানায়, গত বৃহস্পতিবার রাতে ঢামেক হাসপাতালের নতুন ভবনে একটি মৃতদেহ হাসপাতাল থেকে কাগজপত্র সই করিয়ে বের করা নিয়ে এ্যাম্বুলেন্সের দালাল পারভেজ ওরফে নোয়াখালী পারভেজের সংগে নতুন ভবনের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত পারভেজ নামে আরেক স্টাফের সংগে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতিও হয় মৃতদেহের ছাড়পত্র করিয়ে দেয়া নিয়ে। সেই ঘটনার রেশ ধরেই শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালের স্টাফ ও আওয়ামী লীগের ২০ নং ওয়ার্ডের ঢাকা মেডিকেল ইউনিটের সভাপতি মো. রমিজ ও হাসপাতালটির চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সভাপতি আবদুল খালেক এই দুই গ্রুপের মধ্যে নতুন ভবনের সামনে আবারো হাতাহাতি হয়। ঘটনাটির মীমাংসার জন্য বিকেল ৩টার দিকে জরুরী বিভাগের বাইরে ৪র্থ শ্রেণীর সমিতি কার্যালয়ে মিটিং চলছিল। এ সময় খালেকের লোকজন রমিজের লোকদের উপর হামলা করে পরে রমিজের লোকজনও হামলা করে। এতে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় দেশীয় ধারালো অস্ত্র সহ মহরা দিতে দেখা যায় বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঢামেক হাসপাতালের চতুর্থ শ্রেনীর কর্মচারী সমিতির বর্তমান সাধারন সম্পাদক মো. শিপন মিয়া জানায়, গত রাতে ও শুক্রবার দুপুড়ে মারামারির ঘটনা ঘটেছে। এই ঘটনার সমধানের জন্য বিকেল ৩টার দিকে রমিজ ও আবদুল খালেককে নিয়ে সমিতি ঘরে বসা হয়েছিল। এই সময় সমিতির বাইরে আবারো সংঘর্ষ হয়। এতে দুই গ্রুপের কয়েকজন আহত হয়েছে। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদশর্ক) বাচ্চু মিয়া জানান, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার দিনে কয়েক দফায় এই মারামারির ঘটনা ঘটে। পরে শাহবাগ থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কয়েকজনকে আটক থানায় নিয়ে গেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App