×

সাহিত্য

বর্তমানে যে পৃথিবী দেখছি সেটি আমার পৃথিবী নয়

Icon

nakib

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০১:৫০ পিএম

বর্তমানে যে পৃথিবী দেখছি সেটি আমার পৃথিবী নয়

আন্দালিব রাশদী

বিশেষ সাক্ষাৎকার আন্দালিব রাশদী কথাসাহিত্যিক

 আন্দালিব রাশদী। কথাসাহিত্যিক। প্রাবন্ধিক ও অনুবাদক। সৃজনশীল লেখালেখির বিচরণক্ষেত্র মূলত উপন্যাস আর গল্প হলেও কিশোর সাহিত্য ও অনুবাদে সিদ্ধহস্ত আন্দালিব রাশদীর বিষয়- নির্বাচন বরাবরই চমকপ্রদ ও গভীর তাৎপর্যপূর্ণ। প্রকাশিত বইয়ের সংখ্যা অর্ধ শতাধিক। ব্যস্ত এই কথাসাহিত্যিকের করোনাকাল কেমন কাটছে ভোরের কাগজের এমন প্রশ্নে তিনি বলেন, প্রতিদিন মৃত্যুর সংবাদ শুনছি। যারা মারা যাচ্ছেন তাদের কেউ কেউ খুবই আপনজন। আমার স্ত্রী একজন ডাক্তার। করোনা সংগ্রামী। একটা হাসপাতালে করোনা আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন। এর মধ্যে দুই তিনবার বাসায় এসেছেন। আমার মেয়ে ইউনিভার্সিটি অব মালয়াতে বায়ো টেকনোলজিতে পড়ে। এক ছেলে তার বউ ও এক নাতনি থাকে অন্য জায়গায়। দুয়েকদিন পর পর ছেলে আর বউয়ের সঙ্গে দেখা করে আসি। প্রতিদিনই লিখি, পড়ি ও চারদিকের খোঁজখবর রাখি।

কী লিখছেন? এমন প্রশ্নের জবাবে এই কথাশিল্পী বলেন, সাম্প্রতিক বিষয় নিয়ে লিখছি। সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, মন্ত্রীরা চুক্তি পড়ে না। এসব পড়ার ‘দরকার টরকার’ হয় না। এ প্রসঙ্গ নিয়েই একটা লেখা লিখেছি ‘মন্ত্রীরা এসব পড়ে না’ শিরোনামে। এর আগে করোনাকালের অর্থনীতি এক, দুই ও তিনসহ করোনাকাল নিয়ে প্রবন্ধ

নিবন্ধ যা লিখেছি তা দিয়েই একটা বই বেরুবে। নাম হবে ‘করোনাকাল’। এ ছাড়া অনেকগুলো বই কিনেছি। এতদিন পড়া হয়নি, সেসব পড়ছি। এই কথাসাহিত্যিক বলেন, লেখালেখির জীবনটা অসাধারণ একটা শান্তির। বই ও লেখালেখির মধ্যে ডুবে থাকতে পারাটা অন্যরকম। কেউ কেউ বলতে পারেন এটা পলায়নপর মনোবৃত্তি। আমি ওভাবে নিই না। আমার তো একটা আশ্রয় দরকার। লেখালেখিটা আমার সবচে বড় আশ্রয়। এখন ভাবি, আমি  যে পড়াশোনার অভ্যাসের মধ্যে ছিলাম, সেটাই আমাকে চারিদিকের যন্ত্রণা থেকে রক্ষা করেছে। চেনা পৃথিবী কতটা বদলে গেছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার চেনা পৃথিবীটা তো নেই-ই। এখন যে পৃথিবী দেখছি, এই পৃথিবীর সঙ্গে আমার কোনো সম্পর্কই নেই। এটা আমার পৃথিবী নয়। আমি মানুষের মাঝেই বড় হয়েছি। আর এখন একেবারেই বিচ্ছিন্ন।’

এতদিন আমরা ভুল পৃথিবীর ব্যবস্থাপক ছিলাম। অথবা এভাবে বলা যায়, আমাদের হাতে পড়ে পৃথিবীটা ভুল পৃথিবী হয়ে গেছে। এখন প্রকৃতি আমাদের শিক্ষা দিচ্ছে। প্রকৃতির কাছেই ফিরতে হবে। আমরা অহঙ্কার করি, কত কিছু হয়ে গেছি! অথচ আমরা সামান্য একটা ভাইরাস বা ব্যাকটেরিয়ার কাছে কত তুচ্ছ-এটা আরেকবার প্রমাণ হলো। আমাদের অহঙ্কার করার কিছু নেই, এটা বুঝতে হবে। আরেকটা বিষয় দেখে খুবই খারাপ লাগছে। আমরা এমন একটা নিকৃষ্ট জাতি, এই করোনাকালেও জীবন মৃত্যুর খেলা যেখানে, সেখানেও পয়সা কামাইয়ের জন্য নোংরা কাজ করছি! এসব করে দেশটাকে ছোট করছি। তবে এত সবের পরেও আমরা ঘুরে দাঁড়াতে পারব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App