×

সারাদেশ

দিরাইয়ে তৃতীয় দফা বন্যায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০২:৩২ পিএম

দিরাইয়ে তৃতীয় দফা বন্যায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ
দিরাইয়ে তৃতীয় দফা বন্যায় দুর্ভোগে লক্ষাধিক মানুষ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় দ্বিতীয় দফা বন্যার মধ্যেই আঘাত হেনেছে তৃতীয় দফা বন্যা। গত কয়েকদিন কিছুটা কমলেও ফের বাড়তে শুরু করেছে নদ-নদীর পানি। ভারি বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এবার ডুবতে শুরু করেছে উপজেলার আরও বেস কয়েকটি প্রধান প্রধান সড়ক। বন্যার পানিতে তলিয়ে গেছে দিরাইয়ের নিম্নাঞ্চল। করোনার মহামারীর মধ্যে টানা বন্যায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার লক্ষাধিক মানুষ। তলিয়ে গেছে বাসস্থান, নেই পর্যাপ্ত খাবার ও বিশুদ্ধ পানি, নেই রান্নার জায়গা। বন্যার পানির সঙ্গে দীর্ঘদিনের বসবাসে নানারকম পানিবাহিত রোগে ভুগছেন বানভাসিরা। এভাবে একের পর এক বিপর্যয় দিশেহারা এলাকার গরীব অসহায় মানুষেরা। দিরাই সরকারি কলেজ বন্যা আশ্রয় কেন্দ্রে থাকা একাদিক আশ্রিতরা জানান, একদিকে করোনা আরেকদিকে বন্যায় কর্মহীন হয়ে অসহায় হয়ে পড়েছেন তারা ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে পরিবার নিয়ে কোন রকম খেয়ে না খেয়ে আশ্রয় কেন্দ্রে আছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সফি উল্লাহ বলেন, আমরা দিরাইয়ের প্রত্যেকটা বন্যা আশ্রয় কেন্দ্রের খোঁজখবর রাখছি, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আশ্রিত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসকসহ এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App