×

জাতীয়

জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি না যাওয়াটাই মঙ্গলজনক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৪:৪৬ পিএম

জরুরি প্রয়োজন ছাড়া জীবনের ঝুঁকি নিয়ে আসন্ন ইদুল আজহায় বাড়ি না যেতে আহ্বান জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। শুক্রবার (২৪ জুলাই) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। নৌ প্রতিমন্ত্রী বলেন, বেঁচে থাকলে আমরা অনেক ইদ উযাপন করার সুযোগ পাবো। তাই এখন জীবনের ঝুঁকি নিয়ে না যাওয়াটাই মঙ্গলজনক।

প্রতিমন্ত্রী বলেন, একদিকে করোনা ভাইরাসের সংক্রমণ অপরদিকে বন্যা, এরকম একটা পরিস্থিতিতে সড়ক, রেল, আকাশ ও নৌপথে সরকার যথাযথ পদক্ষেপ নিয়েছে। করোনাভাইরাসের প্রকোপের মধ্যে স্বাস্থ্যবিধি অনুসরণ করে যতটুকু সম্ভব সঠিক ব্যবস্থাপনা নিয়ে নৌপথে ইদযাত্রাটাকে আমরা সুন্দর করতে চাই।

সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম আজাদের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক মুরসালিন নোমানি, কবির আহমেদ খান, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহাদাত হোসেন সোহাগ প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App