×

সারাদেশ

চরম দুর্ভোগে ঘর ছাড়া বানভাসি পরিবারগুলো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৯:০২ পিএম

চরম দুর্ভোগে ঘর ছাড়া বানভাসি পরিবারগুলো

ছবি: প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রৌমারীতে ভারতীয় পাহাড়ি ঢল ও অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে ব্রহ্মপুত্র নদে ফের পানি বৃদ্ধি পেয়েছে। এতে উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি তৃতীয়বারের মতো অবনতি হয়েছে। উপজেলার প্রায় ১ লাখ মানুষ আবারো পানিবন্দি হয়ে পড়ে। পানিবন্দি হয়ে পড়ায় দেখা দিয়েছে শুকনা খাবার ও গো- খাদ্যের চরম সঙ্কট।

কুড়িগ্রাম পানি উন্নায়ন বোর্ড দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে।

রৌমারী উপজেলায় দ্বিতীয় দফা বন্যায় শহর রক্ষার ফৌজদারী বাঁধ বন্দবের জলিলের বাড়ি পাশে ভেঙে যাওয়ায় উপজেলার সদরে পানি প্রবেশ করে। তাতে করে রৌমারী বাজারের প্রায় শতাধিক দোকান পাট পানিতে তলিয়ে যায়।

কলেজ পাড়া গ্রামের জয়নাল আবেদীন বলেন, নতুন ঘর বানাইছি অল্প কয়দিন হলো পানিতে তলিয়ে গেছে। পরিবার নিয়ে আত্নীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়ে কোনো মতে দিন কাটছে।

রৌমারী উপজেলা নির্বাহী অফিসার আল ইমরান বলেন, পানিবন্দি পরিবারের মধ্যে চাউল, শুকনো খাবার বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে। উপজেলার গুরুত্বপূর্ন বন্যা নিয়ন্ত্রন বাঁধ ভেঙ্গে যাওয়ায় সাধারণ মানুষ সমস্যায় রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App