×

সারাদেশ

গরু বিক্রি করতে না পেরে হতাশ খামারিরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০৬:৫৭ পিএম

গরু বিক্রি করতে না পেরে হতাশ খামারিরা

ছবি: প্রতিনিধি

কোরবানির ঈদ ঘনিয়ে আসলেও গরু-ছাগলের ক্রয় বিক্রয়ের আমেজ ছড়িয়ে পড়েনি। পানছড়ি বাজারে গরু-ছাগলের কমতি না থাকলেও ক্রেতার উপস্থিতি কম। এতে খামারি - ব্যবসায়ী ও ইজারাদারের কপালে হতাশার চিহ্ন দেখা যায়।

গরু খামারি মো. আব্দুল মালেক মির্জা জানান, তার ছোট বড় দশটি গরু বিক্রির জন্য তৈরি ছিল। এখনো বিক্রি করতে পারেন নি। বিশেষ করে ফ্রিজিয়ান জাতের ১১০০ কেজির কালাচাঁদকে কোন হাটে নিতে না পেরে হতাশায় আছেন। কালাচাঁদ লম্বায় ১০ ফুট। উচ্চতায় প্রায় ৬ ফুট। তবে আশাবাদী হয়ে বলেন, এখনো ঈদের অনেক দেরি। সমতলের শিল্পপতিদের কেউ না কেউ তার ১১০০ কেজির কালাচাঁদ কে কিনে নেবেন।

পানছড়ি বাজার ইজারাদারের হিসাব মতে, গত একমাসে ১০০টি গরুও বিক্রি হয় নি।

গরু ব্যবসায়ী আব্দুল হক, ওহেদ মিয়া, রঙ্গু মিয়া জানান, বাজারে স্থানীয় ক্রেতা কম। অনেকেই গরু বিক্রি করতে না পেরে হতাশ হয়ে পড়েছে। সমতলের ব্যাপারী না আসায় আমরা ব্যবসায়ীরা লোকশানে পড়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App