×

আন্তর্জাতিক

করোনায় সাফল্য দেখানো উগান্ডায় প্রথম মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ১০:১৪ এএম

করোনায় সাফল্য দেখানো উগান্ডায় প্রথম মৃত্যু

স্বাস্থ্য ক্যাম্পেইন, উগান্ডা

আফ্রিকার দেশ উগান্ডায় বৃহস্পতিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এটি সেদেশে করোনা সংক্রান্ত প্রথম মৃত্যু। করোনায় মারা যাওয়া ওই নারীর বয়স ৩৪। তিনি ইস্টার্ন উগান্ডার এমবালে জেলার বাসিন্দা ছিলেন।

উগান্ডার স্বাস্থ্যসেবা বিভাগের মহাপরিচালক ডা. হেনরি মেউয়িবেসা জানিয়েছেন, আমরা মনে করেছি করোনা থেকে নিরাপদে রয়েছি। কিন্তু না। করোনা ভয়ঙ্কর। সেটার প্রমাণ এই ৩৪ বছর বয়সী নারীর মৃত্যু। সুতরাং সবার উচিত স্বাস্থ্যবিধি মেনে চলা ও সামাজিক দূরত্ব বজায় রাখা।

বিশ্বব্যাপী উগান্ডাকে করোনা মোকাবেলায় সফল বলা হচ্ছে। এর মধ্যে এই প্রাণহানি দেশটিতে নতুন আতঙ্ক সৃষ্টি করেছে। জানা যায়, দেশটি করোনা মোকাবেলায় ইবোলা মহামারির শিক্ষা কাজে লাগিয়েছে। সংক্রমণ রোধের জন্য কারফিউ দিতেও পিছপা হয়নি। সবাইকে সচেতন করার পাশাপাশি রোগী শনাক্তকরণ, বিচ্ছিন্ন করা ও রোগীর সংস্পর্শে আসা সবাইকে খুঁজে বের করায় যথেষ্ট সাবধানতা অবলম্বন করেছে।

অন্যদিকে উগান্ডার জনগোষ্ঠীর একটা বড় অংশ তরুণ। ফলে তাদের রোগ প্রতিরোধক্ষমতা বেশি। বয়স এই রোগের ঝুঁকির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে ইতিমধ্যেই স্বীকৃতি পেয়েছে।

উগান্ডায় এ পর্যন্ত ১ হাজার ৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছে। তার মধ্যে সেরে উঠেছে ৯৭১ জন। মারা গেল ১ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App