×

জাতীয়

ঈদ যাত্রার ৪ ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল

Icon

nakib

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০১:২৪ পিএম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বর্তমান চলাচলকারী ১৭ টি আন্তনগর ট্রেনের চলাচল অব্যাহত রাখতে ঈদের আগের দিন (৩১ জুলাই) ৪টি ট্রেনের সাপ্তাহিক ছুটি বাতিল করেছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনগুলো হলো-কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস। এ চারটি ট্রেনের সাপ্তাহিক অফ ডে (ছুটি) ছিল ৩১ জুলাই, যা বাতিল করার ফলে ট্রেনগুলো ওই দিনও চলাচল করবে। ঈদে নাড়ির টানে বাড়ি যাওয়া মানুষের সুবিধার্থে রেলওয়ে এ সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশ রেলওয়ের উপপরিচালাক (ট্রাফিক টার্ন্সপোটেশন) খায়রুল কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়েছে। আদেশে বলা হয়েছে, আগামী ১ আগস্ট ঈদুল আজহা উদযাপিত হবে। সে লক্ষ্যে বর্তমানে চলাচলকারী ১৭টি আন্তনগর ট্রেনের চলাচল অব্যাহত থাকবে। ঈদের আগে এবং পরে সব ট্রেনের অফ ডে যথারীতি বলবৎ থাকলেও ঈদের আগের দিন (৩১ জুলাই) কালনী এক্সপ্রেস, কিশোরগঞ্জ এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেনের সাপ্তাহিক অফ ডে বাতিল করা হয়েছে। এদিন যাত্রী চাপ থাকবে। তাই এ ৪টি ট্রেনের ৩১ জুলাইয়ের টিকিটে বিক্রি করা হবে। এছাড়া ঈদের দিন এবং পরের দিন সব ধরনের ট্রেন চলাচল বন্ধ থাকবে। সেই সঙ্গে ৩১ জুলাই হতে ২ আগস্ট পর্যন্ত সব মালবাহী ট্রেনের চলাচলও বন্ধ থাকবে বরে অফিষ আদেশে জানান হয়েছে। উল্লেখ্য, গত ৩১ মে থেকে স্বাস্থ্য বিধি মেনে ১৯ জোড়া ট্রেন চালাতে থাকে রেলওয়ে। কিন্তু যাত্রী না থাকায় ২টি ট্রেন চলাচল বাতিল করলে বর্তমানে ১৭ জোড়া ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। এগুলো ২সিটে ১ যাত্রী হিসেবে ধারণ ক্ষমতার অর্ধেক টিকেট বিক্রি করছে রেল। যা অন লাইনে পাওয়া যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App