×

বিনোদন

ঈদে ‘মা’র ভূমিকায় মনিরা মিঠু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ জুলাই ২০২০, ০২:০৯ পিএম

ঈদে ‘মা’র ভূমিকায় মনিরা মিঠু
জনপ্রিয় নাট্যাভিনেতা অভিনয়ের পাশাপাশি মাঝে মাঝে নাটক রচনাও করেন, আবার নাটক নির্মাণও করেন। যেহেতু তিনি নিজেই নিজের নির্দেশিত নাটকের রচয়িতা যে কারণে চরিত্রের জন্য যে অভিনয়শিল্পী বেশি মানানসই তাকে নিয়েই অভিনয় করার চেষ্টা করেন তিনি। তার নির্দেশিত প্রচারিত নাটকগুলো যেন তারই স্বাক্ষর বহন করে। আগামী ঈদে আরটিভিতে প্রচারের জন্য বিশেষ নাটক ‘মা’ নির্মাণ করেছেন রওনক হাসান। নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। নাটকটি রচনা করেছেন তিনি নিজেই। ‘মা’ নাটকের মূল গল্প প্রসঙ্গে রওনক হাসান জানান, মধ্যবিত্ত পরিবারে বিয়ের পর সন্তানের মা বাবার কাছ থেকে আলাদা হয়ে যাওয়া এবং এই করেনার সময়কালে সবমিলিয়ে পরিবারের মধ্যে যে সমস্যার সৃষ্টি হয় তাই মূলত মা’ নাটকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকটিতে ‘মা’র ভূমিকায় অভিনয় করেছেন টিভি ও সিনেমার নন্দিত ভার্সেটাইল অভিনেত্রী মনিরা মিঠু। যিনি বহুমাত্রিক চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে একজন জাত অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। রওনক হাসান ‘মা’ চরিত্রে তাকে নিয়েই কাজ করতে চেয়েছিলেন এবং তাকে নিয়েই কাজটি করেছেন। রওনক হাসান আরও বলেন,‘ মিঠু আপা ভীষণ প্রতিভাবাণ একজন অভিনেত্রী, একজন অসাধারণ অভিনেত্রী। এই নাটকে মা’ চরিত্রে অভিনয়ের জন্য এই মুহূর্তে যে এনার্জি প্রয়োজন, যে শ্রমটা দেয়া প্রয়োজন তা একমাত্র মিঠু আপাই দিতে পারবেন বিধায় তাকে নিয়ে কাজটি আমার করা। তাছাড়া তারসঙ্গে আমার বহুনাটকে কাজ করা হয়েছে। যে কারণে তারসঙ্গে আমার কাজের বোঝপড়াটাও চমৎকার। সবমিলিয়েই তাকে নিয়ে কাজটি করেছি আমি এবং নির্মাতা হিসেবে তার অভিনয়ে আমি ভীষণ সন্তুষ্ট। আমি অবশ্যই ধন্যবাদ দিতে চাই প্রযোজনা সংস্থা আলফ আই’কে আমাকে এই সময়ে মা’কেন্দ্রিক একটি গল্প নিয়ে নাটক নির্মাণের ক্ষেত্রে অনুপ্রেরণা দেবার জন্য, পাশে দাঁড়ানোর জন্য।’ মনিরা মিঠু বলেন,‘ এই নাটকে আমার চরিত্রটি চমৎকারের উর্ধ্বে যদি কিছু থেকে থাকে তবে এটি সেই চরিত্র। এই ধরনের চরিত্রে অভিনেত্রী হিসেবে পরীক্ষা দিতে গিয়ে আমার কেবলই মনে হয় আমি উত্তীর্ণ হতে পারবোনা। রওনক হাসান আমাকে এই নাটকে অভিনয়ের জন্য যথেষ্ট স্বাধীনতা দিয়েছে। আমি আমার নিজেকে চরিত্রটিতে মন প্রাণ দিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। যদি রওনক বাজেট বেশি পেতো তাহলে পাঁচদিন শুটিং করে অনেক অনেক ভালো একটি নাটকে পরিণত করতে পারতো। তবে যতোটুকু করেছে তাতে আমি তৃপ্ত।’ আগামী কোরবানীর ঈদের সপ্তম দিন নাটকটি আরটিভিতে প্রচার হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App