মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাও ইউনিয়নের আমরইল ছড়া চা বাগানের একটি সেকশনে চা গাছের নিচে এক কৃষকের মৃত দেহ পাওয়া গেছে বলে জানান শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ তদন্ত সোহেল রানা।
নিহত কৃষকের নাম নুরুল ইসলাম (৫০)। তিনি পাশবর্তী সিন্দুরখান ইউনিয়নের পশ্চিম বেলতলী গ্রামের মৃত ছগির মিয়ার ছেলে।
নিহতের ভাই আবুল মিয়া জানান, তার ভাই গতকাল বৃহস্পতিবার বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে ফিরেনি। শুক্রবার সকালে আমরইল ছড়া চা বাগানের ৩ নং সেকশনে মৃত মানুষ পড়ে আছে এমন খবর পেয়ে লাশ দেখতে এসে দেখেন তার ভাই এর লাশ।
তিনি জানান, শেষ রাতেও বৃষ্টি হয়েছে। লাশের পুরো শরীরের কাপর শুকনো। তার ধারনা তাকে কোথাও মেরে ভোরবেলা এখানে ফেলেগেছে।
শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ তদন্ত সোহেল রানা জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল রিপোর্ট করছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।