×

খেলা

জয় দিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরল লিভারপুল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুলাই ২০২০, ১১:১২ এএম

জয় দিয়ে চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরল লিভারপুল

ছবি: ইন্টারনেট

গত ২৫ জুন ৭ ম্যাচ হাতে রেখেই ৩০ বছর পর প্রিমিয়ার লিগের শিরোপা জেতে লিভারপুল। আর আজ নিজেদের ঘরের মাঠ এনফিল্ডে তাদের হাতে তুলে দেয়া হয় চ্যাম্পিয়নের মুকুট। তবে শিরোপা বুঝে নেয়ার আগে নিজেদের ঘরের মাঠে চেলসিকে ৫-৩ গোলে হারায় দি রেডরা। আর এর মাধ্যমে প্রিমিয়ার লিগের এই মৌসুমে নিজেদের ঘরে অপরাজিতই থেকে গেল তারা। এই মৌসুমে নিজেদের ১৯টি হোম ম্যাচের মধ্যে ১৮টিতেই জয় তুলে নিয়েছে লিভারপুল। আর মাত্র একটি ম্যাচে ১-১ গোলের ড্র করেছে তারা। তাও খর্বশক্তির দল বার্নলের বিপক্ষে।

ম্যাচটিতে লিভারপুলের হয়ে গোল করেন নাবি কেইতা, ট্রেন্ট আলেক্সান্ডার, জর্জিনো উইজনালডাম, রবার্তো ফিরমিনো ও অ্যালেক্স চেম্বারলিন। অপরদিকে চেলসির হয়ে গোল করেন অলিভার জিরুড, তামি আব্রাহাম ও ক্রিশ্চিয়ান পুলসিক।

এদিকে এই হারের ফলে চেলসির চ্যাম্পিয়ন্সলিগ ভাগ্য আরো এক ম্যাচের জন্য ঝুলে গেল। লিভারপুলের বিপক্ষে যদি তারা আজ জয় তুলে নিতে পারতো তাহলে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে তাদের জায়গা নিশ্চিত হয়ে যেতো। এখন চ্যাম্পিয়ন্স লিগে খেলতে হলে তাদের নিজেদের শেষ ম্যাচে ওলভারহামটনের বিপক্ষে জয় পেতেই হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App