×

সারাদেশ

কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ৭ যাত্রী নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০৮:০০ পিএম

কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ৭ যাত্রী নিহত

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় লেগুনার ৭ যাত্রী নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলায় কভার্ডভ্যান ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চার জনের পরিচয় জানা গেছে। তারা হলেন চকরিয়ার হারবাং ইউনিয়নের নতুন বাজারের আবদুল কাদেরের ছেলে বদিউল আলম (৫০), বান্দরবানের লামা উপজেলার সন্দ্বীপপাড়ার আবদুল আজেদের ছেলে আল আমিন (৪৮), লেগুনা চালক চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদের মিনার উদ্দিন (২৩), চকরিয়ার কোনাখালী ইউনিয়নের আলী মিয়ার ছেলে ফিরোজ আহমদ (৩২)।

আহত দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার প্রত্যয় বড়ুয়া জানান।

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাংয়ে চট্টগ্রামমুখী কভার্ডভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি লেগুনার [হিউম্যান হলার] মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লেগুনাটি দুমড়েমুচড়ে যায়।

ওসি বলেন, ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিতদের উদ্ধার চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। হাসপাতালে আনার পর সাত জনের মৃত্যু হয়েছে। আহত আরও দুই জনের অবস্থাও আশংকাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। নিহত সাত জনের লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App