×

আন্তর্জাতিক

করোনায় ভারতে অমরনাথ যাত্রা স্থগিত

Icon

nakib

প্রকাশ: ২২ জুলাই ২০২০, ০১:৫০ পিএম

করোনায় ভারতে অমরনাথ যাত্রা স্থগিত

অমরনাথ যাত্রায় তীর্থযাত্রীদের ভিড়/ ফাইল ছবি

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর অঞ্চলে হিমালয়ের পাদদদেশে হিন্দুদের বার্ষিক ধর্মীয় অনুষ্ঠান অমরনাথ যাত্রা করোনার কারণে স্থগিত করেছে ভারত সরকার। এলাকাটিতে করোনা সংক্রমণ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতি বছর এ ময়ে দু মাসের জন্য লাখো মানুষ এ যাত্রায় অংশগ্রহণ করে থাকেন। জম্মু ও কাশ্মীরের সকল ধর্মীয় কেন্দ্রগুলো ৩১ জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছিল। রাজ্যটিতে ১৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। পাহাড়ের চূড়ায় অমরনাথ গুহায় প্রতি বছর অসংখ্য তীর্থযাত্রী ভিড় করে। প্রাকৃতিকভাবে সৃষ্ট এ মন্দিরটিতে হিন্দু দেবতা শিবের উপাস্যনা করা হয়। অমরনাথে মন্দিরের এক বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ি বিবৃতি দিয়ে তীর্থযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে এবারের আয়োজন স্থগিত রাখা হবে বলে জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App