×

জাতীয়

সীমান্তে চোরাচালান ঠেকাতে কঠোর অবস্থানে বিজিবি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৯:৪২ এএম

ঈদুল আজহাকে সামনে রেখে উত্তরাঞ্চলের সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী নানা কার্যক্রম জোরদার করেছে বিজিবি। ঈদের আগে সীমান্তপথে ভারতীয় গরু-মহিষ আনার ফলে প্রতি বছরই খামারিরা বিপুল আর্থিক লোকসানের মুখে পড়েন। তাই এবার ভারতীয় গরু ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। সভা-সেমিনারের মাধ্যমে মাদকের কুফল ও সীমান্ত হত্যারোধে চোরাচালানসহ সীমান্তে অবৈধ অনুপ্রবেশের নানাদিক সম্পর্কে সীমান্তবর্তী জনসাধারণকে সচেতন করা হচ্ছে। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট ঠাকুরগাঁও : ঠাকুরগাঁও জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিই ভারতীয় সীমান্তবর্তী। তাই আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের সীমান্ত এলাকা গুলিতে মাদক ও চোরাচালানবিরোধী নানা কার্যক্রম জোরদার করেছে ঠাকুরগাঁও বিজিবি। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. শহিদুল ইসলাম (পিএসসি)। গত কয়েক দিনের অব্যাহত কার্যক্রম ও অভিযানে জেলার কাঁঠালডাঙ্গী, রত্রাই, ডাবরীসহ বিভিন্ন সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ফেনসিডিল ও চোরাই গরু উদ্ধার করা হয়েছে। বাগমারা (রাজশাহী) : দেশীয় প্রাণিসম্পদ ও খামারিদের বাঁচাতে সীমান্তপথে ভারতীয় গবাদিপশু চোরাচালান ঠেকাতে রাজশাহীসহ উত্তরাঞ্চলে কঠোর অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। ঈদের আগে সীমান্তপথে ভারতীয় গরু-মহিষ আনার ফলে প্রতি বছরই খামারিরা বিপুল আর্থিক লোকসানের মুখে পড়েন। তাই এবার ভারতীয় গরু ঠেকাতে সীমান্তে কঠোর অবস্থান নিয়েছে বিজিবি। রাজশাহী-১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ফেরদৌস জিয়াউদ্দিন আহমেদ বলেন, ঈদের আগে ভারতীয় গরু-মহিষ এলে খামারি ও গবাদিপশু পালনকারী হাজার হাজার মানুষ গরু-মহিষের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হবেন। পাশাপাশি গরু আনতে বা নিতে গিয়ে সীমান্তে বিএসএফের গুলি ও নির্যাতনে নিরীহ রাখালদের প্রাণ যায়। গরু আনার সুযোগে ভারত থেকে অনেকে মাদকের চালানও নিয়ে আসে। এ কারণে আমরা সীমান্তে চলাচল কঠোর করেছি। গরু-মহিষ চোরাচালানের কারণে সীমান্তে অধিকাংশ বিশৃঙ্খলা ঘটে। সীমান্তে বসবাসকারী মানুষের সহায়তায় ভারতীয় গরু চোরাচালান বন্ধে রাজশাহী সীমান্তে সব ধরনের উদ্যোগ নিয়েছে বিজিবি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App