×

জাতীয়

বন্যায় ২৫ জনের মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২০, ০৫:৩৩ পিএম

সারাদেশে এ পর্যন্ত বন্যায় চার শিশুসহ ২৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

ত্রাণ প্রতিমন্ত্রী জানান, এ পর্যন্ত দেশের ২৫টি জেলা বন্যা কবলিত হয়েছে। তবে আগামী ২৫ জুলাইয়ের পর থেকে পানি কমতে শুরু করবে।

দেশের ১৪টি নদীর ২৪ পয়েন্টে এখনও বিপৎসীমার উপরে বইছে পানি। ঢাকার আশপাশের নদীর পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। এতে বেশ কয়েকটি জায়গায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। ঘরবাড়ি হারিয়েছেন অসংখ্য মানুষ।

মাদারীপুরের শিবচর উপজেলার ৭টি ইউনিয়নে বেড়েছে ভাঙন। সবচেয়ে খারাপ অবস্থা বন্দর খোলা, কাঁঠালবাড়ি ও চর জানাজা ইউনিয়নে। নিরাপত্তার স্বার্থে এরইমধ্যে ৩ শতাধিক ঘরবাড়ি সরিয়ে নেয়া হয়েছে।

বাঁধ ভাঙার পর নওগাঁয় পানিবন্দী হয়ে পড়েছেন ৩ উপজেলার লাখের বেশি মানুষ। বন্যা নিয়ন্ত্রণ ও পূর্বাভাস কেন্দ্র জানায়, আগামী ৪৮ ঘণ্টায় ঢাকার আশপাশের নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App