×

আন্তর্জাতিক

৬ মাস পর খুলছে চীনের সিনেমা হল

Icon

nakib

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ০২:০৮ পিএম

৬ মাস পর খুলছে চীনের সিনেমা হল

সিনেমা হল

করোনা ভাইরাসের প্রভাবে ৬ মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেয়া হচ্ছে চীনের সিনেমা হলগুলো। তবে প্রথম ধাপে কম ঝুঁকিপূর্ণ অঞ্চলগুলোতে সিনেমা হলের দরজা খুলে দেয়া হবে।

দেশটির অধিকাংশ এলাকাই এখন অনেকটা ঝুকিমুক্ত হিসেবে বিবেচিত। তবে জানুয়ারি থেকে করোনা প্রভাবে হল বন্ধ থাকায় সিনেমা ব্যবসা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এখন হল চালু করা হলেও মোট ধারণ ক্ষমতার ৩০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে হলগুলোতে। তাছাড়া প্রদর্শনীর সংখ্যা অর্ধেক রাখার নির্দেশনা রয়েছে।

দর্শকদের তাপমাত্র মাপা হবে এবং সবাইকে সব সময় মাস্ক পড়ে থাকতে হবে। অনলাইনে টিকিট টাকার সুযোগ থাকরেও অনেক হলেও কোন ধারণের খাবার বা পানীয় নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

উল্লেখ্য, চীনের সিনেমা বিশ্ব বাজারে একটি বিশাল দখল করে আছে। ২০১৯ সালে সিনেমার মাধ্যমে চীন ৯.২ বিলিয়ন মার্কিন ডলার আয় করেছিল। তবে এ বছর তাদের আয়ে ব্যাপক ধস নামবে বলে ধারনা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App