×

খেলা

ম্যাচ বাঁচাতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১০:০০ এএম

ম্যাচ বাঁচাতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। ছবি: ইন্টারনেট

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ম্যাচেও জয় পাওয়ার লক্ষ্যে টসে জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। লক্ষ্য ছিল প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও ইংল্যান্ডকে প্রথম ইনিংসে কম রানে আটকে ফেলবে তারা। তবে সেরকম কিছু হয়নি। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টে আর ভুল করেনি ইংল্যান্ড। এই দ্বিতীয় ম্যাচের প্রথম ইনিংসে ১৬২ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৪৬৯ রানের পাহাড় দাঁড় করিয়ে ফেলে তারা। আর প্রথম ইনিংসেই ইংল্যান্ড এত রান করে ফেলায় এখন জয়ের বদলে ড্রয়ের দিকেই নজর দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। আর তাই তো নিজেদের প্রথম ইনিংসে ধীরে খেলার নীতিতে এগিয়ে যাচ্ছে তারা। ম্যাচের দ্বিতীয়দিনই নিজেদের প্রথম ইনিংসে খেলতে নামে ওয়েস্ট ইন্ডিজ। সেদিন ১৪ ওভার খেলে ১ উইকেট হারিয়ে মাত্র ৩২ রান করে তারা। এরপর ম্যাচের তৃতীয়দিন ফের ব্যাটিংয়ে নামার কথা ছিল তাদের। কিন্তু এদিন বৃষ্টির কারণে একটি বলও মাঠে গড়ায়নি। আর এই বৃষ্টি বলতে খেলে ওয়েস্ট ইন্ডিজের জন্য আর্শীবাদ হয়ে এসেছে। এরপর গতকাল ম্যাচের চতুর্থদিন সকালবেলা ঠিকঠাকমতোই শুরু হয় খেলা। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৪৬ ওভার শেষে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ১২৩ রান। একপ্রান্তে ব্যাট করছিলেন ওপেনার ক্রেইগ ব্রাথওয়েট। অপরপ্রান্তে ব্যাট করছিলেন শারমার ব্রুকস। ব্রাথওয়েট ১০৯ বল খেলে ৪১ রান করে অপরাজিত ছিলেন। অপরদিকে ২ বল খেলে ০ রান করে ব্যাট করছিলেন ব্রুকস। এই রিপোর্ট লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ গতকাল চতুর্থদিন হারায় আলজারি জোসেফ ও শাই হোপের উইকেট। জোসেফ আউট হওয়ার আগে করেন ৩২ রান। এই রান করতে তিনি ৫২টি বল খেলেন। তাকে ফেরান ডম বেস। অপরদিকে শাই হোপ ৭১ বল খেলে ২৫ রান করে আউট হন। গতকাল মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পরপরই হোপকে সাজঘরে ফেরান স্যাম কুরান। শাই হোপ ওপেনার ক্রেইগ ব্রাথওয়েটের সঙ্গে ধরে ধরে খেলার চেষ্টা করছিলেন। মধ্যাহ্ন বিরতি পর্যন্ত এই চেষ্টায় দারুণভাবে সফলও হন তিনি। কিন্তু নিজের রানকে বেশি বাড়ানোর আগেই তিনি উইকেটরক্ষক জস বাটলারের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচটি জিতে নিয়েছে তাই ইংল্যান্ড চাচ্ছে এই ম্যাচে জয় পেয়ে সমতায় ফিরতে। কিন্তু তৃতীয়দিনের বৃষ্টি তাদের সেই আশা কঠিন করে দিয়েছে। তবে আশার কথা হলো রোজ বলে হওয়া প্রথম ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। এমনকি প্রায় একদিনের খেলাই বৃষ্টিতে ভেসে যায়। কিন্তু তবুও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি ৪ উইকেটের ব্যবধানে জিতে নেয়। এখন এই আশাকে সামনে রেখেই ওয়েস্ট ইন্ডিজকে হারানোর ছক কষছে ইংল্যান্ড। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসে তাদের রানকে ৩০০ পর্যন্ত নিয়ে যেতে পারলেই ইংল্যান্ডের জন্য বিপদ হয়ে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App