×

খেলা

ফের নেইমার-এমবাপ্পের গোল উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুলাই ২০২০, ১০:২৪ এএম

ফের নেইমার-এমবাপ্পের গোল উৎসব

ওয়াসল্যান্ড বেভারেনের বিপক্ষে গোল করার পর সতীর্থকে ঘিরে নেইমার-এমবাপ্পের উল্লাস -ইন্টারনেট

করোনার কারণে মৌসুম শেষ করার আগেই ফরাসি লিগ ওয়ান ঘোষণা করা হয়। ফলে বর্তমানে লিগ ওয়ানে খেলা দলগুলো বিভিন্ন প্রীতি ম্যাচে অংশ নিচ্ছে। এখন তেমনই প্রীতি ম্যাচ খেলে সময় কাটাচ্ছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি। তাছাড়া এই প্রীতি ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগের জন্য নিজেদের ঝালিয়েও নিচ্ছে তারা। আর এই প্রীতি ম্যাচগুলোতে গোল উৎসব করে যাচ্ছে তারা। গত পরশুদিন বেলজিয়ামের দ্বিতীয় সারির দল ওয়াসল্যান্ড বেভারেনের বিপক্ষে খেলতে নামে নেইমাররা। নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে ওয়াসল্যান্ডকে ৭-০ গোলে হারায় তারা। ম্যাচটিতে নেইমার নিজে গোল করা ছাড়াও গোল করান কাইলান এমবাপ্পে ও মারিও ইকার্দিকে দিয়ে। পিএসজি তাদের প্রথম প্রীতি ম্যাচে খেলতে নামে ফ্রান্সেরই দ্বিতীয় সারির দল লে হাভরের বিপক্ষে। সেই ম্যাচটিতে নেইমাররা ৯-০ গোলের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিল। সেই ম্যাচটির মাধ্যমে করোনার মধ্যে ফুটবল স্টেডিয়ামে ফের দর্শক প্রবেশ করায় ফ্রান্স। ওই ম্যাচেও গোল উৎসবে মেতেছিলেন নেইমার- এমবাপ্পে। অন্যদিকে প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমের খেলা প্রায় শেষের দিকে। লিগে খেলা ২০টি দল মৌসুমের ৩৮টি ম্যাচের মধ্যে ৩৬টিই খেলে ফেলেছে। এখন আর বাকি রয়েছে দুটি ম্যাচ। প্রিমিয়ার লিগের এই মৌসুমে রেকর্ড পরিমাণ ৭ ম্যাচ হাতে রেখেই শিরোপা জয় করে ফেলে লিভারপুল। ফলে শিরোপার লড়াইয়ের পরিসংখ্যানের হিসাব শেষ। এখন চলছে অবনমনের হিসাব। এই মৌসুমে প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়নশিপে অবনমনের শঙ্কায় ছিল ওয়েস্টহ্যাম ও ওয়াটফোর্ড। তবে গতকাল ওয়াটফোর্ডকে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগে টিকে থাকার লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করেছে ওয়েস্টহ্যাম। তারা ওয়াটফোর্ডের বিপক্ষে জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের ১৫তম স্থানে উঠে এসেছে। ফলে এই মৌসুমের মতো অবনমনের শঙ্কা থেকে প্রায় বেঁচে গেছে তারা। যদিও যে দলগুলো এখন অবনমনের শঙ্কায় রয়েছে তারা ওয়েস্টহ্যামকে ধরে ফেলতে পারে। কিন্তু ওয়েস্টহ্যাম অবনমনের চ‚ড়ান্ত শঙ্কায় থাকা অ্যাস্টন ভিলা ও বোর্নমাউথের চেয়ে গোল ব্যবধানে এগিয়ে আছে। ফলে বলা যায় প্রিমিয়ার লিগের আগামী মৌসুমেও দি হ্যামার্স খ্যাত ওয়েস্টহ্যামকে খেলতে দেখা যাবে। এদিকে লন্ডন স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি ওয়েস্টহ্যাম ও ওয়াটফোর্ড দুই দলের জন্যই মহাগুরুত্বপূর্ণ ছিল। ফলে ধারণা করা হচ্ছিল ম্যাচটি বেশ টান টান উত্তেজনাপূর্ণ থাকবে। কারণ দুই দলই তাদের সেরাটা দিয়ে ম্যাচটি জয় করতে চাইবে যেহেতু এটি বাঁচা ও মরার লড়াই। তবে ওয়েস্টহ্যাম ওয়াটফোর্ডকে তেমন পাত্তাই দেয়নি। তারা ম্যাচের প্রথমার্ধেই তাদের করা ৩টি গোল তুলে নেয়। তাও প্রথমার্ধের ৩৬ মিনিটের মধ্যে। ম্যাচটিতে ওয়েস্টহ্যামের হয়ে প্রথম গোলটি করেন মাইকেল আন্তোনিও। ম্যাচ শুরু হওয়ার ৬ মিনিটের মাথায় তিনি গোলটি করেন। এরপর ১০ মিনিটের মাথায় দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তমাস সুসেক। আর দলের হয়ে তৃতীয় গোলটি করেন ম্যাচের ৩৬ মিনিটের মাথায় ডেকলান রাইস। মাত্র ৩৬ মিনিটের মধ্যে ৩টি গোল করে বেশ উজ্জীবিত হয়ে যায় ওয়েস্টহ্যাম। তারা আরো গোল করার দিকে নজর দেয়। তবে অল্প সময়ের মধ্যে গোলের ঝড় দেখা ওয়াটফোর্ড প্রথমার্ধে ওয়েস্টহ্যামকে আর কোনো গোল করতে দেয়নি। ফলে ৩-০ গোলের ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যেতে সমর্থ হয় ওয়েস্টহ্যাম।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App