×

রাজধানী

শাহজালালে প্রায় ৯৩ লাখ টাকার সোনা জব্দ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৮:০০ পিএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৯২ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যের ১ কেজি ৮৫০ গ্রাম স্বর্ণ জব্দ করেছে কাস্টম কর্মকর্তারা। শনিবার (১৮ জুলাই) জেদ্দা থেকে আগত ওই যাত্রীকে আটক করা হয়।

কাস্টম কমিশনার জানান, এক গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে কাস্টম হাউস, ঢাকার কর্তব্যরত বি শিফট কর্মকর্তাগণ বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারী করতে থাকে। গ্রীন চ্যানেলে নজরদারী ও তল্লাশীর একপর্যায়ে আনুমানিক বিকাল ৫টা ২৫মিনিটে জেদ্দা থেকে আগত ফ্লাইট নং-SV 3808 এর যাত্রী মোহাম্মদ জসিমকে চ্যালেঞ্জ ও তল্লাশী করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ স্ক্যানিং করলে ব্যাগের ভেতরে থাকা ৪টি কসমেটিকস এর কৌটার মধ্যে বিশেষ কৌশলে লুকায়িত অবস্থায় ১৬ টি স্বর্ণবার পাওয়া যায়, যার ওজন ১ কেজি ৮৫০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য প্রায় ৯২ লক্ষ ৫০ হাজার টাকা।

তিনি জানান, আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেয়া হয়েছে এবং আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App