×

জাতীয়

বিমানযাত্রায় করোনা টেস্ট ৩৫০০ টাকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুলাই ২০২০, ০৮:২৪ পিএম

বিমানযাত্রায় করোনা টেস্ট ৩৫০০ টাকা

বিমান বাংলাদেশ

বিমানযাত্রায় করোনা টেস্ট ৩৫০০ টাকা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফাইল ছবি

আকাশ পথে বিদেশ যেতে হলে সাড়ে ৩ হাজার টাকা ফি-এর বিনিময়ে করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রার আগে ৭২ ঘণ্টার মধ্যে এ পরীক্ষা করতে হবে। আর নমুনা দেয়ার পর থেকে ফ্লাইটে ওঠা পর্যন্ত আইসোলেশনেও থাকতে হবে যাত্রীদের। শনিবার (১৮ জুলাই) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, আগামী ২৩ জুলাই থেকে প্রত্যেক বিদেশগামী যাত্রীকেই নির্ধারিত নিয়ম মেনে ফ্লাইটে উঠতে হবে। এর আগে গত ১২ জুলাই এক আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী বিদেশযাত্রায় কোভিড-১৯ পরীক্ষার ‘নেগেটিভ’ সনদ বাধ্যতামূলক করা হয়। বিমান মন্ত্রণালয় জানায়, যাত্রার ৭২ ঘণ্টার আগে কোনো নমুনা সংগ্রহ করা হবে না। যাত্রার ২৪ ঘণ্টা আগে রিপোর্ট সংগ্রহ করতে হবে। নমুনা দেয়ার সময় যাত্রীদের বিমান টিকেট ও পাসপোর্ট উপস্থাপন করতে হবে এবং নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। ল্যাবে গিয়ে নমুনা দেয়ার ক্ষেত্রে সাড়ে ৩ হাজার টাকা ও বাসায় এসে নমুন সংগ্রহ করা হলে সাড়ে ৪ হাজার টাকা ফি দিতে হবে। বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহের জন্য প্রত্যেক জেলায় সিভিল সার্জনের অফিসে আলাদা বুথ থাকবে। এছাড়া নমুনা দেয়ার পর থেকে ওই বিদেশগমনেচ্ছু যাত্রীকে নিজ বাসায় আইসোলেশনেও থাকতে হবে বলে জানানা হয়। বিদেশ যাত্রীদের জন্য ১৬ হাসপাতাল ও প্রতিষ্ঠানের তালিকাও প্রকাশ করেছে মন্ত্রণালয়। এগুলো হচ্ছে; বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ, চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজ, কক্সবাজার মেডিকেল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি), কুমিল্লা মেডিকেল কলেজ, ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার, ইনস্টিটিউট অব পাবলিক হেলথ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ অন্ড সোশাল মেডিসিন, নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ, কুষ্টিয়া মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, রংপুর মেডিকেল কলেজ ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। সম্প্রতি বাংলাদেশ থেকে জাপান, ইতালিসহ বিভিন্ন দেশে যাওয়া কয়েকটি ফ্লাইটের যাত্রীদের শরীরে করোনা শনাক্তের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App